Ajker Patrika

ভারপ্রাপ্ত নয়, নিয়মিত উপাচার্য চান রুয়েটের শিক্ষকেরা

রাবি প্রতিনিধি
আপডেট : ০৬ মে ২০২৩, ১২: ৪৯
ভারপ্রাপ্ত নয়, নিয়মিত উপাচার্য চান রুয়েটের শিক্ষকেরা

দ্রুত নিয়মিত উপাচার্য নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকদের একাংশ। সেই সঙ্গে পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং যোগ্যতাপ্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের পদোন্নতির দাবিও জানান তাঁরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও পুরকৌশল বিভাগের শিক্ষক রবিউল আউয়াল বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যিনি উপাচার্য রয়েছেন তিনি দায়িত্বপ্রাপ্ত। রেগুলার কাজের বাইরে তিনি কিছুই করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিন্ডিকেট মিটিং ও অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং তিনি করতে পারেন না। শিক্ষকদের পদোন্নতি আটকে আছে। উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। আর অ্যাকাডেমিক সভা করতে না পারার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।’ 

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি। শিক্ষাসচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ উপাচার্য পাইনি। ফলে এসব সমস্যার সৃষ্টি হয়েছে। এটি দীর্ঘায়িত হলে আরও জটিল পরিস্থিতির সৃষ্টি হবে।’ 

শিক্ষক সমিতির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘দীর্ঘ ৯ মাস ধরে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নাই, যার কারণে এখানে অনেক কিছুই বন্ধ হয়ে আছে এবং সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে অতিসত্বর আমাদের একটা পূর্ণাঙ্গ উপাচার্য দরকার। তাহলেই এসব সমস্যার সমাধান হবে।’ 

অবস্থান কর্মসূচির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘সব প্রতিষ্ঠানেই একজন নিয়মিত প্রধান থাকা প্রয়োজন। সে হিসাবে আমাদের বিশ্ববিদ্যালয়েও একজন নিয়মিত উপাচার্য দরকার। আমি শিক্ষকদের দাবির সঙ্গে সহমত পোষণ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত