Ajker Patrika

শিবগঞ্জে ঘরে ‘উচ্চ শব্দে গান বাজিয়ে ট্রাকচালককে হত্যা’, স্ত্রীকে দোষারোপ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৭: ০৩
শিবগঞ্জে ঘরে ‘উচ্চ শব্দে গান বাজিয়ে ট্রাকচালককে হত্যা’, স্ত্রীকে দোষারোপ

বগুড়ার শিবগঞ্জে রুবেল মিয়া (৩০) নামের এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার চাওলাপাড়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ‘পরকীয়ায় আসক্ত’ স্ত্রী তাঁকে হত্যা করেছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

রুবেল মিয়া চাওলাপাড়া গ্রামের মৃত জামাত আলীর ছেলে।

রুবেলের স্ত্রী সিমা বেগম (২৭) বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আমার বাবার বাড়ি এসে খাবার খেয়ে গেছে রুবেল। আমার বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি। রাত ১২টার দিকে উচ্চ আওয়াজে তার ঘরে সাউন্ড বক্সে গান বাজতে শুনেছি। এত জোরে গান বাজানোয় প্রতিবেশীরাও বিরক্ত হয়েছিল। আজ বুধবার সকাল ৯টার দিকে ঘুম থেকে না ওঠায় বাড়ির প্রাচীর টপকে ঘরে গিয়ে দেখি তাঁকে হত্যা করা হয়েছে।’ তবে ওই সময় তাঁর স্বামীর সঙ্গে আর কে বা কারা ছিল, তা জানাতে পারেননি তিনি।

এক প্রশ্নের জবাবে সিমা বেগম বলেন, ‘আমার স্বামী প্রচণ্ড রাগী ছিলেন। মাঝেমধ্যে চড়থাপ্পড় মারতেন আমাকে। এ কারণে এক বছর ধরে আমি বাবার বাড়িতেই আছি।’

তবে রুবেলের বড় বোন মমতা বেগম (৪৫) এ জন্য ভাইয়ের স্ত্রীকে দায়ী করেন। তিনি বলেন, রুবেলের স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক রয়েছে। এ কারণে এক বছর ধরে তার স্ত্রী বাবার বাড়িতে থাকে। আমাদের ধারণা, তার স্ত্রী এ ঘটনায় জড়িত। সাউন্ড বক্সে উচ্চ আওয়াজ দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে, যেন তার চিৎকার কেউ না শোনে।’

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, রুবেলের বাঁ হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত