Ajker Patrika

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নাটোরের লালপুরে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা করে পুলিশ।

নিহত মিল্টন হোসাইন (৪০) পাবনা সদরের চকছাতিয়ানি মহল্লার মোজাম্মেল হোসাইনের ছেলে। তিনি জনতা ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে পাবনা শাখায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনি এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন মিল্টন হোসাইন। ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রাবিরতি না থাকলেও স্টেশনটি অতিক্রমকালে ট্রেনের গতি কম থাকে। ভোর ৪টার দিকে গতি কম দেখে ট্রেন থেকে প্ল্যাটফর্মে লাফ দিলে ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক গোপাল চন্দ্র কর্মকার বলেন, ঘটনার পর জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের পকেটে থাকা একটি জিডির কপির সূত্র ধরে পরিবারকে খবর দেওয়া হয়। তাঁদের কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত