Ajker Patrika

ব্ল্যাকমেইল করে সাবেক স্ত্রীকে কমলাপুরে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 
নিহত শ্যামলী। ছবি: সংগৃহীত
নিহত শ্যামলী। ছবি: সংগৃহীত

বিয়েতে রাজি না হওয়ায় নাটোরের বড়াইগ্রামের শ্যামলী খাতুনকে (৩০) ঢাকার কমলাপুরে ডেকে নিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর প্রাক্তন স্বামী সুজনের (৪০) বিরুদ্ধে। নিহতের পরিবার দাবি করেছে, সুজন দীর্ঘদিন ধরে শ্যামলীকে ব্ল্যাকমেইল করছিল। নিহত শ্যামলী বড়াইগ্রাম উপজেলার নওপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। এ ঘটনায় শ্যামলীর ভাই মিজানুর রহমান বাদী হয়ে ঢাকা রেলওয়ে থানায় মামলা করেছেন।

শ্যামলীর মা মুঞ্জুয়ারা বেগম বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দুই সন্তানের মধ্যে শ্যামলী ছোট। ১২ বছর আগে সে প্রথমে প্রেম করে বিয়ে করেছিল, একটি ৮ বছরের মেয়ে রয়েছে। কিন্তু চাকরির সুবাদে সুজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে স্বামীকে তালাক দিয়ে সুজনকে বিয়ে করে। পরে জানতে পারে সুজনের আগের স্ত্রী ও সন্তান আছে। তখন তাকেও তালাক দিয়ে বাবার বাড়ি ফিরে আসে।’

তিনি জানান, তালাকের পর থেকে সুজন তার মেয়েকে ব্ল্যাকমেইল শুরু করে। পরে উপজেলার রাজাপুরে পারিবারিকভাবে তৃতীয় বিয়ে হয় শ্যামলী খাতুনের। বিয়ের পর সুজন অন্তরঙ্গ ছবি শ্যামলী খাতুনের স্বামীর ফোনে পাঠায় এবং বাড়ির সামনে পোস্টরিং করে। এগুলো দেখে শ্যামলী খাতুনের সেই স্বামীও তাঁকে তালাক দেয়। সবকিছু বাদ দিয়ে আবার পড়াশোনা শুরু করেছিল শ্যামলী। এইচএসসি শেষ করে ঢাকায় চাকরি নিয়েছিল। কিন্তু আবার কৌশলে ডেকে নিয়ে তাকে হত্যা করল সুজন।

আবেগাপ্লুত কণ্ঠে মুঞ্জুয়ারা বেগম বলেন, ‘এক বছর আগে স্বামীকে হারিয়েছি, এখন মেয়েকেও হারালাম। ৮ বছরের নাতনি বারবার মা-মা বলে কান্না করছে। কী জবাব দেব ওকে?’

মামলার বাদী শ্যামলীর ভাই মিজানুর রহমান বলেন, ‘আমার আর কোনো ভাইবোন নেই। ছোটবেলা থেকে কোলে-পিঠে মানুষ করেছি। আজ বোনের হত্যার মামলা করতে হলো। আমি দ্রুত বিচার শেষে ঘাতক সুজনের ফাঁসি চাই।’

গত মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে শ্যামলীকে হত্যা করা হয়।

স্থানীয় জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘মেয়েটি অনেক ভালো ছিল। একটি ভুলের জন্য তার জীবন দিতে হলো। সবকিছু বাদ দিয়ে নতুনভাবে শুরু করতে চেয়েছিল, কিন্তু আর হলো না। ইউনিয়ন পরিষদ থেকে তার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত