Ajker Patrika

তাড়াশে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৭
তাড়াশে চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্বাস উজ-জামানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় বুধবার রাতে তাড়াশ থানায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। 

চেয়ারম্যান নিজেই বাদী হয়ে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে এ মামলা করেন। তাড়াশ থানার মামলা নম্বর ১৪, তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২১। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ডাকাতের দল চেয়ারম্যান আব্বাস উজ-জামানের বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর বৃদ্ধ মা রমিছা বেওয়াকে পিস্তল ও চাকু ঠেকিয়ে জিম্মি করে। এ অবস্থায় বাড়ির সাতটি কক্ষের সাতটি আলমারি ও চারটি ট্রাংক ভেঙে ৪৩ ভরি ছয় আনা স্বর্ণালংকার, ২ লাখ ৪০ হাজার নগদ টাকা, তিনটি মোবাইল ফোনসেটসহ প্রায় ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। আপাতত তদন্তের স্বার্থে তাঁর নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত