Ajker Patrika

রাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক রিপন

রাবি প্রতিনিধি
রাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক রিপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মনোনীত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রিপন চন্দ্র রায়। গতকাল সোমবার রাতে ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম এ কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ–সভাপতি–১ আব্দুস সবুর লোটাস (কালবেলা), সহ–সভাপতি–২ অর্পণ ধর (সমকাল), যুগ্ম–সাধারণ সম্পাদক ইরফান তামিম (সোনালি সংবাদ), কোষাধ্যক্ষ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন (প্রথম আলো), দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-মামুন আশিক (আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন (নয়া শতাব্দী), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ফাহির আমিন (সময়ের আলো), কার্যনির্বাহী সদস্য–১ মাহবুব হাসান (কালের কণ্ঠ), কার্যনির্বাহী সদস্য–২ শাকিবুল হাসান (রাইজিংবিডি) এবং কার্যনির্বাহী সদস্য–৩ জাহিদুল ইসলাম (সাম্প্রতিক দেশকাল)।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন গোলাম রববিল ও আব্দুল আহাদ। উপদেষ্টা–১ হিসেবে আছেন তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন), উপদেষ্টা–২ সাইফুর রহমান (ডিবিসি নিউজ) ও উপদেষ্টা–৩ সোহানুর রহমান রাফি (ইউএনবি)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা নূর আলম (সময় টিভি), রাবিসাসের সাবেক সহ–সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত