Ajker Patrika

একাদশ সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল, ৫ বছর পর মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
একাদশ সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল, ৫ বছর পর মামলা

৫ বছর পর একাদশ সংসদ নির্বাচনে রাজশাহীর পবায় প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানায় মামলাটি করেন রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় বিএনপির কর্মী বলে জানা গেছে। 

কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মনিরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

মামলায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনসহ ৮৪ নেতা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নির্বাচনের নৌকার প্রার্থী আয়েন উদ্দিনের নেতৃত্বে আসামিরা বিভিন্ন স্থানে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন। আর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন তারা কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত