Ajker Patrika

চাঁপাইয়ের আম ইন্দোনেশিয়ায় পাঠাতে চাইলে সহযোগিতা করবে দূতাবাস: ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। ছবি: আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। ছবি: আজকের পত্রিকা

এখানকার ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে ইন্দোনেশিয়া দূতাবাস সহযোগিতা করবে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু এ কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা জানান। এদিন মহারাজপুরে অবস্থিত ম্যাঙ্গো ফ্রুট প্রোটেক্টিভ পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন তিনি।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান, তাহলে ঢাকার দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসাপ্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের ওপর।

এ সময় চাঁপাই অ্যাগ্রোর চলমান প্রজেক্ট, কোল্ডস্টোরেজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জ্বল সম্ভাবনা ঘিরে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ইন্দোনেশিয়ার ঢাকার দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত