Ajker Patrika

দৈনিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আরইউজের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩: ৫৮
দৈনিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে মামলায় আরইউজের নিন্দা

সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলার সাংবাদিকের বিরুদ্ধে কক্সবাজারে মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। 

আজ বুধবার সকালে এক বিবৃতিতে আরইউজে নেতৃবৃন্দ অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে আরইউজের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, ‘সংবাদ প্রকাশের কারণে দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে কক্সবাজারের আদালতে শফিউল্লাহ শফি নামে এক ব্যক্তি মানহানির মামলা করেছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ 

এতে আরও বলা হয়, সরকারের বিভিন্ন সংস্থার করা ইয়াবা পাচারকারীদের নতুন খসড়া তালিকার ওপর ভিত্তি করে গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের বেশ কয়েকটি সংস্থা ইয়াবা পাচারকারী ২৫৫ জনের যে তালিকা করেছে, তাতে ৩ নম্বরে আছে শফিউল্লাহ শফির নাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত