নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহীর আমানা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত বুধবার এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্কুলশিক্ষকের নাম আব্দুল মজিদ (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নে বালিচাঁদ গ্রামের রমজান আলী মোল্লার ছেলে এবং কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান শিক্ষকের মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ের ছুটি হলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিন শিক্ষক আব্দুল মজিদ, রায়হান ও মজিবুর রহমান। পথে নুরপুর মোড়ে পৌঁছালে পতকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা পার হচ্ছিল। তখন এক শিক্ষার্থী মোটরসাইকেলের সামনে চলে এলে তাকে বাঁচাতে জোরে ব্রেক চাপার ফলে রাস্তার ওপর পড়ে যান তিন শিক্ষক। এ ঘটনায় অন্য দুই শিক্ষক সামান্য আহত হলেও আব্দুল মজিদের পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। এ ঘটনায় শিশু শিক্ষার্থী প্রাণে রক্ষা পায়। স্থানীয়রা তাঁদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আব্দুল মজিদের অবস্থার অবনতি হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর প্রাইভেট আমানা হাসপাতালে তাঁকে ভর্তি করান স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেছে এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।
নওগাঁর নিয়ামতপুরে এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে রাজশাহীর আমানা হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত বুধবার এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্কুলশিক্ষকের নাম আব্দুল মজিদ (৫০)। তিনি উপজেলার সদর ইউনিয়নে বালিচাঁদ গ্রামের রমজান আলী মোল্লার ছেলে এবং কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
কুমারগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান শিক্ষকের মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিদ্যালয়ের ছুটি হলে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিন শিক্ষক আব্দুল মজিদ, রায়হান ও মজিবুর রহমান। পথে নুরপুর মোড়ে পৌঁছালে পতকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা পার হচ্ছিল। তখন এক শিক্ষার্থী মোটরসাইকেলের সামনে চলে এলে তাকে বাঁচাতে জোরে ব্রেক চাপার ফলে রাস্তার ওপর পড়ে যান তিন শিক্ষক। এ ঘটনায় অন্য দুই শিক্ষক সামান্য আহত হলেও আব্দুল মজিদের পা ভেঙে যায় এবং মাথায় আঘাত পান। এ ঘটনায় শিশু শিক্ষার্থী প্রাণে রক্ষা পায়। স্থানীয়রা তাঁদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে আব্দুল মজিদের অবস্থার অবনতি হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। পরে ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর প্রাইভেট আমানা হাসপাতালে তাঁকে ভর্তি করান স্বজনেরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেছে এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নেই।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৭ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৯ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
১০ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১৩ মিনিট আগে