Ajker Patrika

নির্বাচনে বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে: খাদ্যমন্ত্রী

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ১৯: ৩৯
নির্বাচনে বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘বিগত দিনে বিএনপি বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। আগুন সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষতিসাধন করেছে। সেই বিএনপি এখন সাধু সেজেছে। আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।’

আজ রোববার বিকেলে নওগাঁর চন্দননগর কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার উপকারভোগী সব দলের, সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করে, তারা আরও বেশি সুবিধা পেয়েছে এই সরকারের আমলে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বীর মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা দেওয়া হচ্ছে। তাঁদের বীর নিবাস করে দিয়েছে সরকার। 

বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ শিক্ষার্থীদের উপবৃত্তি ও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। ২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের হয়রানি করেনি। নওগাঁয় বিএনপি মায়ের কোলে আছে বলে মন্তব্য করেন তিনি। 

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, বাংলাদেশকে উন্নত দেশ করতে হলে সব নাগরিককে এক কাতারে আসতে হবে। সুষম উন্নয়ন করতে হবে। সেটা বিবেচনায় নিয়ে সবার জন্য উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নেতা-কর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। 

চন্দননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম ও চন্দননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত