সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পিআইও আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে এ মামলা করেন। আসামিরা বর্তমানে পাবনা সদর হাসপাতাল রোডে বসবাস করছেন। তাঁরা সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের বাসিন্দা।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ দুদকে দাখিল করা বিবরণীতে ৯ লাখ ৪২ হাজার ২৪০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এ শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মর্জিনা খাতুনের মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বামী আবুল কালাম আজাদের ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে স্বামীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে স্বামী ও স্ত্রী—উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ফজলে রাব্বি রিয়নের মামলায় উল্লেখ করা হয়, বাবার অবৈধ আয় দিয়ে ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে পিতাকে সহায়তা করেছেন রিয়ন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে বাবা ও ছেলে—উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুদক থেকে আমাকে নোটিশ করা হয়েছিল। আমি সম্পদের বিবরণ দাখিল করেছি। মামলার কথা শুনেছি। কিন্তু কাগজপত্র হাতে পাইনি।’
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে পিআইও আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী মর্জিনা খাতুন এবং ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে এ মামলা করেন। আসামিরা বর্তমানে পাবনা সদর হাসপাতাল রোডে বসবাস করছেন। তাঁরা সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের বাসিন্দা।
আবুল কালাম আজাদের বিরুদ্ধে করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরে কর্মরত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ দুদকে দাখিল করা বিবরণীতে ৯ লাখ ৪২ হাজার ২৪০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া ১ কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৭৯৮ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এ শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মর্জিনা খাতুনের মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্বামী আবুল কালাম আজাদের ১ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৪৮৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে স্বামীকে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন; যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে স্বামী ও স্ত্রী—উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ফজলে রাব্বি রিয়নের মামলায় উল্লেখ করা হয়, বাবার অবৈধ আয় দিয়ে ১ কোটি ১৫ লাখ ৩৬ হাজার ৯৪১ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এবং জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনে প্রত্যক্ষভাবে পিতাকে সহায়তা করেছেন রিয়ন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ। যে কারণে বাবা ও ছেলে—উভয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘দুদক থেকে আমাকে নোটিশ করা হয়েছিল। আমি সম্পদের বিবরণ দাখিল করেছি। মামলার কথা শুনেছি। কিন্তু কাগজপত্র হাতে পাইনি।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২২ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে