নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শত্রুতার জেরে রাজশাহীতে যুবলীগ নেতাকে তুলে নিয়ে পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টা ও ছিনতাই মামলা তুলে না নেওয়ায় গতকাল শনিবার তাঁকে নগরীর ভদ্রা এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি তাঁর। আজ রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী জামিল আখতার রবিন। তিনি রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে জামিল আখতার রবিন বলেন, ‘গতকাল শনিবার রাত আটটার দিনে আমি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলাম। এ সময় নগরীর ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সামনে এলে তরিকুল ইসলাম তরিক, সনেটসহ সাত-আটজন অস্ত্রের মুখে আমাকে তুলে নিয়ে বালিয়াপুকুর এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যান। পরে সেখানে ২০১২ সালে দায়ের করা হত্যাচেষ্টা মামলা তুলে নিতে আমাকে চাপ দেন। কিন্তু এ বিষয়ে প্রক্রিয়া ও সময় লাগবে বলে জানালে তাঁরা আমাকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।’
জামিল আখতার রবিন আরও জানান, মারধরে প্রচণ্ড রক্তক্ষরণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। পরে চিকিৎসকেরা তাঁর মাথায় ছয়টি সেলাই দেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কথা বলার জন্য তরিকুল ইসলাম তরিককে মোবাইল ফোনে একাধিক বির কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শত্রুতার জেরে রাজশাহীতে যুবলীগ নেতাকে তুলে নিয়ে পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টা ও ছিনতাই মামলা তুলে না নেওয়ায় গতকাল শনিবার তাঁকে নগরীর ভদ্রা এলাকা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয় বলে দাবি তাঁর। আজ রোববার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী জামিল আখতার রবিন। তিনি রাজশাহী মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
লিখিত বক্তব্যে জামিল আখতার রবিন বলেন, ‘গতকাল শনিবার রাত আটটার দিনে আমি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলাম। এ সময় নগরীর ভদ্রা মোড়ের অতিথি হোটেলের সামনে এলে তরিকুল ইসলাম তরিক, সনেটসহ সাত-আটজন অস্ত্রের মুখে আমাকে তুলে নিয়ে বালিয়াপুকুর এলাকার একটি নির্জন জায়গায় নিয়ে যান। পরে সেখানে ২০১২ সালে দায়ের করা হত্যাচেষ্টা মামলা তুলে নিতে আমাকে চাপ দেন। কিন্তু এ বিষয়ে প্রক্রিয়া ও সময় লাগবে বলে জানালে তাঁরা আমাকে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।’
জামিল আখতার রবিন আরও জানান, মারধরে প্রচণ্ড রক্তক্ষরণে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে একটি ওষুধের দোকানে নিয়ে যান। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। পরে চিকিৎসকেরা তাঁর মাথায় ছয়টি সেলাই দেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কথা বলার জন্য তরিকুল ইসলাম তরিককে মোবাইল ফোনে একাধিক বির কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চগড় সদর উপজেলার সেটেলমেন্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার (২৫ আগস্ট) বিকেলে অফিসের ভেতর থেকে চার দালালকে আটক করেন দুদক কর্মকর্তারা।
২৬ মিনিট আগেহাইকোর্টে বিচার চলাকালে এজলাসে বসে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ পড়েন সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুল আমিন মিয়া। পরে উপস্থিত অন্য আইনজীবীরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় নাজমুল হুদা চাঁদ (২৮) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ধারাবাশাইল বাজার থেকে কোটালীপাড়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। নাজমুল হুদা চাঁদ মাচারতারা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও কোটালীপাড়া সরকারি কলেজের ছাত্র।
৪০ মিনিট আগেটাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজনে আজ সোমবার গণশুনানি হয়েছে। এতে অভিযোগ করায় সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ একজনকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে আজ শুনানিতে ২৯টি দপ্তরের বিরুদ্ধে ১৫১টি অভিযোগ আনেন ভুক্তভোগীরা।
১ ঘণ্টা আগে