Ajker Patrika

রাবি ছাত্রলীগের সব হল, অনুষদ ও বিভাগ কমিটি বিলুপ্ত ঘোষণা

রাবি প্রতিনিধি
আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২: ১৭
রাবি ছাত্রলীগের সব হল, অনুষদ ও বিভাগ কমিটি বিলুপ্ত ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘হল শাখার অধিকাংশ নেতার পড়াশোনা শেষ হওয়ায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে রাবি শাখা ছাত্রলীগের অন্তর্গত মেয়াদ উত্তীর্ণ সকল হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। খুব দ্রুত সম্মেলনের মাধ্যমে হল, অনুষদ ও বিভাগের কমিটি ঘোষণা করা হবে।’ 

এর আগে ২০২২ সালে হল কমিটি এবং ২০১৮ সালে অনুষদ ও বিভাগ কমিটি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত