Ajker Patrika

বাংলা কথাসাহিত্যের রাজপুত্র ছিলেন হাসান আজিজুল হক: রাবি উপাচার্য

রাবি প্রতিনিধি
বাংলা কথাসাহিত্যের রাজপুত্র ছিলেন হাসান আজিজুল হক: রাবি উপাচার্য

বাংলা কথাসাহিত্যের রাজপুত্র ছিলেন হাসান আজিজুল হক বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বাংলা সাহিত্যের আগুনপাখি খ্যাত বরেণ্য এই সাহিত্যিকের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল আজ মঙ্গলবার। আজ সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর রাবি উপাচার্য এ কথা বলেন।

এ সময় রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘তিনি একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন। আমাদের গর্বের বিষয়, হাসান আজিজুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, শিক্ষক ছিলেন এবং দুই বাংলায় একজন চিন্তক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর প্রয়াণে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘হাসান আজিজুল হক যেহেতু আমাদের গর্বের ধন, তাই আমরা তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শায়িত করেছি, যেন যেকোনো সময় আমরা তাঁর কবরের পাশে এসে দাঁড়াতে পারি।’ 

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাঁর সমাধিতে শ্রদ্ধা জানান। 

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, প্রক্টর অধ্যাপক আসাবুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসান আজিজুল হক ২০২১ সালের ১৫ নভেম্বর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তিন দশক ধরে অধ্যাপনার পর ২০০৪ সালে অবসর নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ‘বঙ্গবন্ধু চেয়ার’ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭০ সালে সাহিত্যে অবদানের জন্য তাঁকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারও দেওয়া হয় তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত