রাজশাহী প্রতিনিধি
সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি মার্কেট ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে পবা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করেন।
আব্বাস আলী কাটাখালী বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের দুই পাশে এ দুটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। ড্রেজার ও শ্রমিক দিয়ে সকালে নির্মাণাধীন মার্কেট দুটি ভাঙার কাজ শুরু হয়। দুপুরের মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যায়। এ সময় মার্কেট দুটি ভাঙতে দেখে বাজারের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মেয়র আব্বাস আলী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। পুলিশ তাঁর ১০ দিন রিমান্ডের আবেদনও করেছে। পরপর দুবার নৌকা প্রতীকে তিনি মেয়র নির্বাচিত হন। তবে ম্যুরাল ইস্যুতে সমালোচনায় পড়লে আওয়ামী লীগের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
এবার তাঁর অবৈধ মার্কেটও ভাঙা পড়ল। কাটাখালী থানার পুলিশের সহায়তায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, ‘আমরা আজকেই মার্কেটের মূল কাঠামো ভেঙে ফেলব। বাকি যেটুকু থাকবে, তা আগামীকাল রোববারের মধ্যেই শ্রমিক দিয়ে অপসারণ করা হবে।’
কাটাখালী বাজারকে মাঝে রেখে মহাসড়ক পার হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে একটি খাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১৭ কোটি টাকায় খালটি সংস্কার করে। দুই পাড় বাঁধাই করা হয়। খালের দুই পাড়ে পিলার দিয়ে লকডাউনের সময় দুটি মার্কেট নির্মাণ শুরু করেন মেয়র আব্বাস আলী। মহাসড়কের সেতুর দক্ষিণ পাশের মার্কেটটিতে ২১টি দোকান করার কথা ছিল। উত্তর পাশের দোতলা মার্কেটটিতে দোকান ছিল ছয়টি। দুটির কাঠামোয় দোতলা পর্যন্ত উঠেছিল। এরই মধ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু দোকান বরাদ্দ দিয়েছিলেন মেয়র।
দক্ষিণের মার্কেটটির কারণে পেছনে আড়াল হয়ে যায় ‘ছানা মার্কেট’। এতে সেখানকার ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। তাঁরা দোকানপাট ছেড়ে চলে যাচ্ছিলেন। মার্কেট করার সময় ব্যবসায়ীদের মেয়র বোঝান, এটা পৌরসভার মার্কেট। এখানে ব্যবসায়ীদের কম ভাড়ায় দোকান বরাদ্দ দেওয়া হবে। এতে পৌরসভার কিছুটা আয়ও হবে। বাস্তবে পৌরসভায় এ ধরনের মার্কেট নির্মাণের কোনো আলোচনা হয়নি। এ কারণে আটজন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরপর তিনবার কাজ বন্ধ করান। উপজেলা ভূমি অফিসও এই মার্কেটের ব্যাপারে বিএমডিএকে একটি চিঠি দিয়েছিল। রহস্যজনক কারণে বিএমডিএ ভূমি অফিসকে এটি ‘ইতিবাচক’ বলেই জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলে। গত ২৭ নভেম্বর জেলা প্রশাসক আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যস্ততা কাটলেই মার্কেট দুটি ভাঙা হবে। সে অনুযায়ী শনিবার সকাল থেকে মার্কেট দুটি ভেঙে ফেলার কাজ শুরু হলো।
সরকারি খালের ওপর অবৈধভাবে গড়ে তোলা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর দুটি মার্কেট ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশে পবা উপজেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান শুরু করেন।
আব্বাস আলী কাটাখালী বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের দুই পাশে এ দুটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেছিলেন। ড্রেজার ও শ্রমিক দিয়ে সকালে নির্মাণাধীন মার্কেট দুটি ভাঙার কাজ শুরু হয়। দুপুরের মধ্যেই কাজ অনেকটা এগিয়ে যায়। এ সময় মার্কেট দুটি ভাঙতে দেখে বাজারের ব্যবসায়ীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মেয়র আব্বাস আলী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন। পুলিশ তাঁর ১০ দিন রিমান্ডের আবেদনও করেছে। পরপর দুবার নৌকা প্রতীকে তিনি মেয়র নির্বাচিত হন। তবে ম্যুরাল ইস্যুতে সমালোচনায় পড়লে আওয়ামী লীগের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
এবার তাঁর অবৈধ মার্কেটও ভাঙা পড়ল। কাটাখালী থানার পুলিশের সহায়তায় চলা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ এহসান উদ্দীন। তিনি বলেন, ‘আমরা আজকেই মার্কেটের মূল কাঠামো ভেঙে ফেলব। বাকি যেটুকু থাকবে, তা আগামীকাল রোববারের মধ্যেই শ্রমিক দিয়ে অপসারণ করা হবে।’
কাটাখালী বাজারকে মাঝে রেখে মহাসড়ক পার হয়ে দক্ষিণ থেকে উত্তর দিকে চলে গেছে একটি খাল। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) ১৭ কোটি টাকায় খালটি সংস্কার করে। দুই পাড় বাঁধাই করা হয়। খালের দুই পাড়ে পিলার দিয়ে লকডাউনের সময় দুটি মার্কেট নির্মাণ শুরু করেন মেয়র আব্বাস আলী। মহাসড়কের সেতুর দক্ষিণ পাশের মার্কেটটিতে ২১টি দোকান করার কথা ছিল। উত্তর পাশের দোতলা মার্কেটটিতে দোকান ছিল ছয়টি। দুটির কাঠামোয় দোতলা পর্যন্ত উঠেছিল। এরই মধ্যে মোটা অঙ্কের টাকা নিয়ে কিছু দোকান বরাদ্দ দিয়েছিলেন মেয়র।
দক্ষিণের মার্কেটটির কারণে পেছনে আড়াল হয়ে যায় ‘ছানা মার্কেট’। এতে সেখানকার ব্যবসায়ীরা বেকায়দায় পড়েন। তাঁরা দোকানপাট ছেড়ে চলে যাচ্ছিলেন। মার্কেট করার সময় ব্যবসায়ীদের মেয়র বোঝান, এটা পৌরসভার মার্কেট। এখানে ব্যবসায়ীদের কম ভাড়ায় দোকান বরাদ্দ দেওয়া হবে। এতে পৌরসভার কিছুটা আয়ও হবে। বাস্তবে পৌরসভায় এ ধরনের মার্কেট নির্মাণের কোনো আলোচনা হয়নি। এ কারণে আটজন কাউন্সিলর জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন।
জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট পাঠিয়ে পরপর তিনবার কাজ বন্ধ করান। উপজেলা ভূমি অফিসও এই মার্কেটের ব্যাপারে বিএমডিএকে একটি চিঠি দিয়েছিল। রহস্যজনক কারণে বিএমডিএ ভূমি অফিসকে এটি ‘ইতিবাচক’ বলেই জানিয়েছিল। তবে শেষ পর্যন্ত এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টিতে আসে। মন্ত্রণালয় একটি চিঠি দিয়ে জেলা প্রশাসককে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে বলে। গত ২৭ নভেম্বর জেলা প্রশাসক আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের ব্যস্ততা কাটলেই মার্কেট দুটি ভাঙা হবে। সে অনুযায়ী শনিবার সকাল থেকে মার্কেট দুটি ভেঙে ফেলার কাজ শুরু হলো।
চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩১) ও মো. মহসিন (২৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে সোপর্দ করে কচুয়া থানা-পুলিশ। সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্...
১ ঘণ্টা আগেবরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। হামলায় আহত তিন শিক্ষক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার বিকেলে কোস্ট গা..
১ ঘণ্টা আগেময়মনসিংহে উচ্ছেদ অভিযানে সাহিত্য সংসদের মুক্তমঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। গুঁড়িয়ে দেওয়া মঞ্চেও হলো সাপ্তাহিক আয়োজন বীক্ষণের ২১৪৭তম আসর। আয়োজনের শিরোনাম ছিল ‘ফুটেছে দুঃখের ফুল’।
২ ঘণ্টা আগে