Ajker Patrika

বাবার পক্ষে প্রচারণার নেমে বহিষ্কারের মুখে যুবলীগ নেতা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
বাবার পক্ষে প্রচারণার নেমে বহিষ্কারের মুখে যুবলীগ নেতা

নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বদি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় সম্প্রতি আওয়ামী লীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এবার তাঁর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামায় তাঁর ছেলে সুমনউজ্জামান সুমনকেও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। 

এ প্রসঙ্গে বেলপুকুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক বলেন, বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আমার নির্বাচনী প্রচারণার কাজ করছেন না। তিনি দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন। এ ছাড়া নৌকা ভোট না দিতে সাধারণ মানুষকে হুমকি-ধমকি ও দিচ্ছেন। বিষয়টি এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মীদের অবহিত করেছি। 

উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তাঁর পিতার পক্ষে ভোটের প্রচারণা করছেন, এমন অভিযোগ স্থানীয় নেতা–কর্মীরা আমাদের জানিয়েছেন। দলের গঠনতন্ত্র ভঙ্গ করলে অবশ্যই তিনি অপরাধী হবেন। আর দলের সিদ্ধান্তের বাইরে কোনো নেতা বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালালে তিনি সরাসরি বহিষ্কার হবেন। বিষয়টি আমি জেলা যুবলীগের সভাপতি কে অবহিত করেছি। এখন তাঁর নির্দেশনা আসলেই দল ও পদ থেকে সুমনকেও বহিষ্কার করা হবে। 
 
অভিযোগ প্রসঙ্গে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সুমনউজ্জামান সুমন বলেন, গত ১৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আমি ওই দিন পর্যন্ত ভোটের মাঠে ছিলাম। আর এখন যিনি নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী, তিনি আমার কাছে কখনোই ভোটের প্রচারণার জন্য বলেননি। এ ছাড়া তিনি বা তাঁর কোনো লোকও আমার কাছে আসেনি। যার কারণে আমি ১৯ তারিখের পর থেকে নির্বাচনী মাঠে নেই। সুমন আরও বলেন, বিদ্রোহী প্রার্থী হলেও উনি আমার আব্বা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত