রাবি প্রতিনিধি
ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং সবকিছুতে ‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন অবরোধ করেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা পৌনে ১টা) শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
এ সময় শিক্ষার্থীরা ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সিন্ডিকেটের আধিপত্য, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ঢাবিজম না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি শেষে আজ বুধবার সকাল ৯টা থেকে রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সময় পরিবর্তন করে কর্মসূচি বেলা ১১টা থেকে করা হয়।
বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘চব্বিশ-পরবর্তী সময়ে উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ করা গেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বলয় থেকে বাইরে বেরিয়ে আসতে চাই। আমরা চাই ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ।’
এ বিষয়ে আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো স্টেক ছিল, তাদের প্রত্যেকের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। ইউজিসি, পিএসসিসহ বিভিন্ন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। পাশাপাশি এই জায়গাগুলোতে সবার অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।’
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ‘ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এবং সবকিছুতে ‘ঢাবি আধিপত্যের’ প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশন অবরোধ করেন তাঁরা।
এদিকে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা পৌনে ১টা) শিক্ষার্থীদের আন্দোলন চলছে।
এ সময় শিক্ষার্থীরা ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ঢাবি ভক্তি’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘সিন্ডিকেটের আধিপত্য, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ঢাবিজম না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সেই কর্মসূচি শেষে আজ বুধবার সকাল ৯টা থেকে রেললাইন অবরোধের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। পরে সময় পরিবর্তন করে কর্মসূচি বেলা ১১টা থেকে করা হয়।
বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, ‘চব্বিশ-পরবর্তী সময়ে উপদেষ্টা, বিভিন্ন সংস্কার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ করা গেছে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের বলয় থেকে বাইরে বেরিয়ে আসতে চাই। আমরা চাই ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ।’
এ বিষয়ে আন্দোলনকারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম রেজা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যতগুলো স্টেক ছিল, তাদের প্রত্যেকের প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। ইউজিসি, পিএসসিসহ বিভিন্ন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। পাশাপাশি এই জায়গাগুলোতে সবার অংশীদারত্ব নিশ্চিত করতে হবে।’
এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে এখন সব ট্রেন রাজশাহী স্টেশন ও হরিয়ান স্টেশনে আটকা আছে। আন্দোলন স্থগিত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকে আছেন নির্বাচন করতে চান—এ প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ, হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়।
৩ ঘণ্টা আগেরাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে তিনজনকে ডেকে নিয়ে নির্যাতনের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় পড়েছেন মামলার বাদী। নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৪ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে সোনালী পরিবহনের বাসের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন হত্যার পর ড্রামে গুম করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও তাঁর মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করার পাশাপাশি বাকি জড়িতদের নাম ও লাশ গুমের পুরো ঘটনা তুলে ধরেছে সাবিনা।
৪ ঘণ্টা আগে