Ajker Patrika

নাটোরে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নাটোর প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরে সিএনজিচালিত অটোরিকশা ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আটজন যাত্রী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের মো. আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মো. মুন্না (২২)।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজ সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটোচার্জার রিকশায় করে নাটোর আসছিলেন। পেছনে দুজন যাত্রীসহ একটি বউ রিকশাও (ছোট অটোচার্জার) ছিল। তারা সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ওসি বলেন, তাতে অন্তত আটজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত