Ajker Patrika

শেরপুরে আ’লীগের সাধারণ সম্পাদকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ 

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে আ’লীগের সাধারণ সম্পাদকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ 

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করার অভিযোগে বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা কটূক্তিকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়াকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান। এই দাবিতে তারা প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। এর আগে খানপুর ইউনিয়নের শত শত নেতাকর্মীর অংশগ্রহণে একটি মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে। 

আজ শুক্রবার বিকেল পাঁচটায় শেরপুর বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খানপুর ইউনিয়নের সদ্য অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম রাঞ্জু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম তারেক, খানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ প্রমুখ। এ সময় খানপুর ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

বিক্ষোভ মিছিলে বক্তারা দাবি করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব আম্বীয়া দলীয় প্রার্থীর সঙ্গে বেইমানি করেছেন। তিনি আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হয়েও তাঁর ভাই বিএনপি নেতা পিয়ার হোসেন পিয়ারের পক্ষে কাজ করেছেন। এ জন্য নৌকার ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তিনি বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের সভা নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কেও কটূক্তি করেছেন। আগামী জাতীয়  সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগ সারা দেশে ৩০ টির বেশি আসন পাবে না বলে তিনি মন্তব্য করেছেন।  

বক্তারা আরও বলেন, এ ধরনের ব্যক্তি পদে থাকলে দলের বড় ধরনের ক্ষতি হবে। তাই তাকে অবিলম্বে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করার জন্য দাবি জানান।  

এ বিষয়ে মো. আহসান হাবিব আম্বীয়া বলেন, ‘মিছিলে নেতৃত্বদানকারী শফিকুল ইসলাম রাঞ্জু গত ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তাঁর পক্ষে অবস্থান নেওয়ায় মো. খলিলুর রহমানকে খানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। তারা নির্বাচনে হেরে গিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আজকের বিক্ষোভকারীরা আওয়ামী লীগের কেউ না।’  

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকেই কটূক্তি করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, ‘আমি কোথাও এ ধরনের কথা বলি নাই। ফাঁস হওয়া অডিও ক্লিপটি তার নয় দাবি করে তিনি বলেন, আমাকে অপদস্থ করার জন্যই তারা এই মিথ্যা আশ্রয় নিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত