Ajker Patrika

সিরাজগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৩ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে নসিমন ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন। আজ রোববার দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার নুরজাহান ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সমাজ আলী উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ছিলেন। 

এ ঘটনায় আহতরা হলেন, গাইবান্ধা জেলার বাহাদুরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আবদুল মাজেদ (৩২), শাহজাদপুর পৌর সদরের দাড়িয়াপুর মহল্লার মো. হাবু শেখের ছেলে মো. অনিক ও হাবু শেখের স্ত্রী মোছা. রোজিনা খাতুন (৩০)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজাদপুর উপজেলার তালগাছি থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। সিএনজিটি বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর পৌর এলাকার নুরজাহান ভবনের সামনে পৌঁছালে একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সমাজ আলী (৫৫) নামে এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়। এতে আহত হন তিনজন। আহতদের একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত সমাজ আলীর মরদেহের সুরতহাল করেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

জঙ্গলে পড়ে ছিল হাত-পা ও চোখ বাঁধা অজ্ঞাতনামা লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত