নওগাঁ প্রতিনিধি
বৃষ্টিস্নাত মাঠ, উচ্ছ্বসিত দর্শক আর জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো প্রশাসন গোল্ড কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
১৩ বছর পর এই আয়োজনে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি বড় সুযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসে জাতীয় মানের খেলোয়াড়।’
জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, ‘এই মাঠেই আমি একসময় খেলেছি। এখন দেখি নতুন প্রজন্ম মাঠে ছুটছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে জেলা থেকেই ভালো খেলোয়াড় উঠে আসবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মাঠ ভিজে যায়, কিন্তু থামে না আয়োজন। খেলার প্রতি ভালোবাসা আর উত্তেজনা নিয়ে মাঠে হাজির হন শত শত দর্শক। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি হলেও খেলাটা মিস করিনি। ডিসি কাপ শুরু হওয়ায় আমাদের মধ্যে নতুন করে উৎসাহ এসেছে।’ স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘বৃষ্টির মধ্যেও মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। আর এটা প্রমাণ করে আমরা খেলাধুলা কতটা ভালোবাসি।’
আয়োজকেরা জানান, জেলার ১১ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলাগুলো হচ্ছে নকআউট পদ্ধতিতে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে মাঠে নামবে সাপাহার ও আত্রাই। এরপর একে একে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
বৃষ্টিস্নাত মাঠ, উচ্ছ্বসিত দর্শক আর জমজমাট উদ্বোধনের মধ্য দিয়ে নওগাঁয় শুরু হলো প্রশাসন গোল্ড কাপ (ডিসি কাপ) ফুটবল টুর্নামেন্ট। আজ রোববার বেলা ৩টায় জেলা স্টেডিয়ামে ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতীক্ষিত টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
১৩ বছর পর এই আয়োজনে ফুটবলপ্রেমীদের মধ্যে প্রবল উচ্ছ্বাস ও আনন্দ দেখা যায়। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে পত্নীতলা উপজেলা একাদশ।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘এই আয়োজন আমাদের তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর একটি বড় সুযোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই, যাতে ভবিষ্যতে এখান থেকেই উঠে আসে জাতীয় মানের খেলোয়াড়।’
জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, ‘এই মাঠেই আমি একসময় খেলেছি। এখন দেখি নতুন প্রজন্ম মাঠে ছুটছে, এটা দেখে সত্যিই ভালো লাগছে। এমন আয়োজন নিয়মিত হলে জেলা থেকেই ভালো খেলোয়াড় উঠে আসবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়া সংগঠকেরা।
উদ্বোধনী অনুষ্ঠানের কিছুক্ষণ আগে হঠাৎ শুরু হয় বৃষ্টি। মাঠ ভিজে যায়, কিন্তু থামে না আয়োজন। খেলার প্রতি ভালোবাসা আর উত্তেজনা নিয়ে মাঠে হাজির হন শত শত দর্শক। খেলা দেখতে দুপুরের পর মাঠে আসেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র মেহেদী হাসান। তিনি বলেন, ‘বৃষ্টি হলেও খেলাটা মিস করিনি। ডিসি কাপ শুরু হওয়ায় আমাদের মধ্যে নতুন করে উৎসাহ এসেছে।’ স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘বৃষ্টির মধ্যেও মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে। আর এটা প্রমাণ করে আমরা খেলাধুলা কতটা ভালোবাসি।’
আয়োজকেরা জানান, জেলার ১১ উপজেলার অংশগ্রহণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে খেলাগুলো হচ্ছে নকআউট পদ্ধতিতে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে মাঠে নামবে সাপাহার ও আত্রাই। এরপর একে একে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো।
কারাগারে থাকা সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলার কার্যক্রম বাতিল আবেদনের শুনানিতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ সোমবার বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ ঘটনা ঘটে। পরে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী ১৭ আগস্ট দিন...
৩ মিনিট আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে শাহ আলম (২০) এক তরুণ নিহত হওয়ার পর পুরো এলাকা ঘিরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দুপুরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। তাদের মোহাম্মদপুর থানা হেফাজতে রাখা হয়েছে।
৫ মিনিট আগেমিয়ানমারের রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির এক বাংলাদেশি সদস্য পালিয়ে দেশে চলে এসেছেন। আজ সোমবার সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে আত্মসমর্পণ করেন তিনি।
৬ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১০ মিনিট আগে