Ajker Patrika

নন্দীগ্রামের বুড়ইল ইউপিতে আবারও ভোট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামের বুড়ইল ইউপিতে আবারও ভোট

আজ শেষ ধাপে আজ বুধবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান জিয়া।

বুড়ইল ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নির্বাচিত হলেও ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য (মেম্বার) পদে ২ প্রার্থীর সমান সংখ্যক ভোট হওয়ায় ওই ওয়ার্ডে তাদের মধ্যে আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার রাত ৯টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল সালাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে আব্দুল কাদের তালা প্রতীকে ৮২৫ ও মহিদুল ইসলাম বাবু মোরগ প্রতীকে ৮২৫ ভোট পাওয়ায় তাঁদের মধ্যে আবারও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

৫ নম্বর ওয়ার্ডে পাঁচজন সাধারণ সদস্য (মেম্বার) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আব্দুল কাদের তালা প্রতীকে ৮২৫ ভোট, মহিদুল ইসলাম বাবু মোরগ প্রতীকে ৮২৫ ভোট, আব্দুল আলীম আপেল প্রতীকে ৫৯৩ ভোট, সাহেব আলী টিউবওয়েল প্রতীকে ৩৯৪ ভোট ও একাব্বর হোসেন পুটু ফুটবল প্রতীকে ৩৩৭ ভোট পেয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত