প্রতিনিধি, আটঘরিয়া (পাবনা)
বেহাল দশায় পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর-একদন্ত প্রধান সড়কটি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার ৩টি ইউনিয়নসহ আশপাশের ইউনিয়ন ও উপজেলার মানুষ। খানা-খন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মালবাহী যানবাহন, মিনি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলা সদর দেবোত্তর বাজার থেকে শ্রীকান্তপুর, পুস্তিগাছা, কয়রাবাড়ী, ডেঙ্গারগ্রাম হয়ে ১২.৫ কিলোমিটার রাস্তা একদন্ত বাজারে গিয়ে পৌঁছেছে। এই উপজেলার আটঘরিয়া পৌরসভাসহ, দেবোত্তর, একদন্ত, লক্ষ্মীপুর এই ৩টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের চলাচলের প্রধান রাস্তা।
আটঘরিয়া উপজেলার সদর দেবোত্তরে অটো ভ্যানচালক নায়েব আলী। তাঁর অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যান টানতে খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।
দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের বাসিন্দা রঞ্জু মিয়া বলেন, দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচ পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। এর মধ্যে একটু বৃষ্টি হলে সব জায়গায় পানি জমে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী এএইচএম রবিউল আওয়াল রিজভী বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আরটিআইপি প্রকল্পের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ না থাকায় এ বছর সম্ভব হয়নি। তিনি বলেন রাস্তাটি অনেক বড় বিধায় সরকারি অর্থায়নে করা সম্ভব নয়। পুনরায় বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কারে জন্য পাঠানো হয়েছে। তবে পাবনা জেলা প্রধান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে আপত্কালীন সংস্কারের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম বলেন, আমার উপজেলার মানুষের ভোগান্তি আমি দেখেছি। আমি নিজেও একাধিকবার ঐ রাস্তা দিয়ে চলাচল করেছি। রাস্তাটি এলজিইডির অধীনে। আমরা গত অর্থবছরে রাস্তাটি সংস্কারের জন্য পাঠিয়েছিলাম। অর্থের কারণে সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে আবারও পাঠানো হবে। তবে আপাতত স্থানীয় ভাবে জনগণের ভোগান্তি লাঘবের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
বেহাল দশায় পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর-একদন্ত প্রধান সড়কটি। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন উপজেলার ৩টি ইউনিয়নসহ আশপাশের ইউনিয়ন ও উপজেলার মানুষ। খানা-খন্দের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দু’ধারের মাটি সরে গিয়ে রাস্তা ভেঙে পড়েছে। এতে ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যানগাড়ি, মালবাহী যানবাহন, মিনি ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যাচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলা সদর দেবোত্তর বাজার থেকে শ্রীকান্তপুর, পুস্তিগাছা, কয়রাবাড়ী, ডেঙ্গারগ্রাম হয়ে ১২.৫ কিলোমিটার রাস্তা একদন্ত বাজারে গিয়ে পৌঁছেছে। এই উপজেলার আটঘরিয়া পৌরসভাসহ, দেবোত্তর, একদন্ত, লক্ষ্মীপুর এই ৩টি ইউনিয়নের প্রায় ১ লাখ মানুষের চলাচলের প্রধান রাস্তা।
আটঘরিয়া উপজেলার সদর দেবোত্তরে অটো ভ্যানচালক নায়েব আলী। তাঁর অভিযোগ, রাস্তার উন্নয়নে কোটি কোটি টাকার বাজেট হয়, কিন্তু রাস্তা ঠিক হয় না। আজ রাস্তা ঠিক করলে, কালকেই আবার নষ্ট হয়ে যায়। ভাঙা রাস্তার কারণে ভ্যান টানতে খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়।
দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের বাসিন্দা রঞ্জু মিয়া বলেন, দুদিন পর পর রাস্তা ঠিক করে, আবার নষ্ট হয়ে যায়। ট্রাক চলাচলের কারণে পিচ পাথর উঠে জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। এর মধ্যে একটু বৃষ্টি হলে সব জায়গায় পানি জমে যায়। মানুষ শান্তি মতো চলাচল তো দূরের কথা, বাজারঘাটও ঠিকভাবে করতে পারে না।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী এএইচএম রবিউল আওয়াল রিজভী বলেন, রাস্তাটি সংস্কারের জন্য আরটিআইপি প্রকল্পের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু অর্থ না থাকায় এ বছর সম্ভব হয়নি। তিনি বলেন রাস্তাটি অনেক বড় বিধায় সরকারি অর্থায়নে করা সম্ভব নয়। পুনরায় বৃহত্তর রাজশাহী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কারে জন্য পাঠানো হয়েছে। তবে পাবনা জেলা প্রধান নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে আপত্কালীন সংস্কারের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তানভীর ইসলাম বলেন, আমার উপজেলার মানুষের ভোগান্তি আমি দেখেছি। আমি নিজেও একাধিকবার ঐ রাস্তা দিয়ে চলাচল করেছি। রাস্তাটি এলজিইডির অধীনে। আমরা গত অর্থবছরে রাস্তাটি সংস্কারের জন্য পাঠিয়েছিলাম। অর্থের কারণে সম্ভব হয়নি। চলতি অর্থ বছরে আবারও পাঠানো হবে। তবে আপাতত স্থানীয় ভাবে জনগণের ভোগান্তি লাঘবের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে