Ajker Patrika

কামারখন্দায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু 

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
কামারখন্দায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু 

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনের ধাক্কায় জমিলা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ঈশ্বরদী-ঢাকা রেল পথের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ওই নারী উপজেলার আলোকদিয়ার গ্রামের সামছুল তালুকদারের স্ত্রী। 

স্থানীয়রা জানান, জামিলা বেগম বিকেলে আলোকদিয়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় লালমনি এক্সপ্রেসে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে। 

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত