Ajker Patrika

বগুড়ায় করোনায় নারীর মৃত্যু, শনাক্ত ৯২ 

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় করোনায় নারীর মৃত্যু, শনাক্ত ৯২ 

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আশরাফুন নেসা (৬৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে মারা যান তিনি। একই সময়ে ৩৮৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৯২ জন। 

আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে জানানো হয়েছে, মৃত ওই নারী বগুড়া সদর উপজেলার বাসিন্দা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা ৮০৬ জন। মৃতদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৯৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃতের এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সংখ্যা নেই। 

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন ৬৫ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন। তাঁদের মধ্যে শজিমেক হাসপাতালে ৫৬, মোহাম্মদ আলী হাসপাতালে ৪০, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। 

জেলা স্বাস্থ্য বিভাগের গতকাল দেওয়া তথ্যমতে, বগুড়ায় ২২০টি নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। একই সময়ে করোনা ও উপসর্গে কারও মৃত্যু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত