নাটোর প্রতিনিধি
নাটোর রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সোহাগ হোসেন (২২) নামে এক যুবকের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ওই যুবক নিচে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। পরে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা সোহাগকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সোহাগ নাটোর সদর উপজেলার চানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, দুর্ঘটনার শিকার ওই যুবক ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর স্টেশন প্ল্যাটফর্মে ধীর গতিতে ঢোকার মুহূর্তে ওই যুবক ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে গিয়ে পড়ে যান। এ সময় তার দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত ট্রেনের নিচে থেকে উদ্ধার করে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আবু তালেব জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করার পর পরই ট্রেনের সামনের দিকে হই চই শুনতে পান। এ সময় তিনি ট্রেনের পেছনের বগির দিকে কর্মরত ছিলেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয়রা দেহ থেকে বিচ্ছিন্ন পা সহ আহত যুবককে ট্রেনের নিচ থেকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তুলে রেখেছেন। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে তাঁকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক ট্রেন থেকে নামার সময় নিচে পড়ে যান। তিনি খবর পাওয়ার সঙ্গে রেলওয়ে নিরাপত্তাকর্মীসহ নাটোর ফায়ার স্টেশনকে জানান। রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার শিকার ওই যুবককে ট্রেনের নিচে থেকে উদ্ধার করে। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার জন্য প্রায় ১০ মিনিট দেরিতে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।
নাটোর রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে সোহাগ হোসেন (২২) নামে এক যুবকের শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামতে গিয়ে ওই যুবক নিচে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। পরে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা সোহাগকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সোহাগ নাটোর সদর উপজেলার চানপুর গ্রামের ফরিদ হোসেনের ছেলে।
রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, দুর্ঘটনার শিকার ওই যুবক ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেনটি বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর স্টেশন প্ল্যাটফর্মে ধীর গতিতে ঢোকার মুহূর্তে ওই যুবক ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামতে গিয়ে পড়ে যান। এ সময় তার দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে দ্রুত ট্রেনের নিচে থেকে উদ্ধার করে। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থল থেকে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
নাটোর রেলওয়ে স্টেশনে কর্মরত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আবু তালেব জানান, ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করার পর পরই ট্রেনের সামনের দিকে হই চই শুনতে পান। এ সময় তিনি ট্রেনের পেছনের বগির দিকে কর্মরত ছিলেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান স্থানীয়রা দেহ থেকে বিচ্ছিন্ন পা সহ আহত যুবককে ট্রেনের নিচ থেকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তুলে রেখেছেন। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে তাঁকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।
রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবক ট্রেন থেকে নামার সময় নিচে পড়ে যান। তিনি খবর পাওয়ার সঙ্গে রেলওয়ে নিরাপত্তাকর্মীসহ নাটোর ফায়ার স্টেশনকে জানান। রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনার শিকার ওই যুবককে ট্রেনের নিচে থেকে উদ্ধার করে। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে আহত যুবককে নিয়ে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনার জন্য প্রায় ১০ মিনিট দেরিতে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই ডাকাত দলের আধিপত্য বিস্তার নিয়ে এক পক্ষের গুলিতে অপর পক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর সরকারি আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে অন্তত ৫০-৫৫টি গুলি বিনিময় হয়। নিহত ব্যক্তির নাম শেকাব
১ সেকেন্ড আগেবক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূলকে গুরুত্ব দিয়ে আহ্বায়ক কমিটি অথবা সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে সম্মেলন করতে হবে। বর্তমান জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির মাধ্যমে কোনো সম্মেলন মানি না, মানব না।
৫ মিনিট আগে১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
১০ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে