শেরপুর (বগুড়া) প্রতিনিধি
পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বগুড়ার আদালতে ধর্ষণের মামলা করেছেন এক তরুণী (২৩)। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয় বলে বাদীর আইনজীবী লুৎফর রহমান জানান।
আসামি এসআই মিথুন সরকার (২৮) সাময়িক বরখাস্ত হয়ে পুলিশ লাইনসে আছেন। তাঁর বাড়ি শেরপুর জেলার সদর থানার বয়ড়া পালপাড়া এলাকায়।
বাদীর আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।’
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই তরুণী বগুড়ার শেরপুর থানার সহযোগিতা নেন। তখন এসআই মিথুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজনের মধ্যে সাক্ষাৎ চলতে থাকে। সনাতন ধর্মের পরিচয় গোপন করে মিথুন তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। গত ৩ জুন তাঁরা দুজনে মোটরসাইকেলে করে শহরের একটি রেস্তোরাঁয় যান এবং বসে অনেকক্ষণ গল্প করেন। এরপর বিকেলে দাওয়াতের কথা বলে ওই তরুণীকে এক বাড়িতে নিয়ে যান। সেখানে মিথুন ‘ইচ্ছার বিরুদ্ধে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক’ গড়েন বলে মামলায় উল্লেখ করা হয়।
পরে মিথুনের ধর্মীয় পরিচয় জানতে পারলেও এসআইকে বিয়ে করতে চান। কিন্তু মিথুন তাতে রাজি না হওয়ায় গত ২৭ জুন থানায় মামলা করতে যান তিনি। কিন্তু থানার ওসি মিথুনের পূর্বপরিচিত একজনের মাধ্যমে আপস করার পরামর্শ দেন। কিন্তু মিথুন বিয়েতে রাজি না হওয়ায় মামলা করেন।
তবে মামলা না নেওয়া বা আপস করার পরামর্শ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসে নাই। আমি ওই তরুণীকে চিনি না।’
এ বিষয়ে জানতে এসআই মিথুন সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।
এর আগে ২২ জুলাই ওই তরুণী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর মিথুনকে ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি থানায় বদলি করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমি সত্যতা মেলায় ৯ আগস্ট এসআই মিঠুনকে সাময়িক বরখাস্ত করে আদমদীঘি থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে বগুড়ার আদালতে ধর্ষণের মামলা করেছেন এক তরুণী (২৩)। আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয় বলে বাদীর আইনজীবী লুৎফর রহমান জানান।
আসামি এসআই মিথুন সরকার (২৮) সাময়িক বরখাস্ত হয়ে পুলিশ লাইনসে আছেন। তাঁর বাড়ি শেরপুর জেলার সদর থানার বয়ড়া পালপাড়া এলাকায়।
বাদীর আইনজীবী আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।’
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই তরুণী বগুড়ার শেরপুর থানার সহযোগিতা নেন। তখন এসআই মিথুনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজনের মধ্যে সাক্ষাৎ চলতে থাকে। সনাতন ধর্মের পরিচয় গোপন করে মিথুন তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। গত ৩ জুন তাঁরা দুজনে মোটরসাইকেলে করে শহরের একটি রেস্তোরাঁয় যান এবং বসে অনেকক্ষণ গল্প করেন। এরপর বিকেলে দাওয়াতের কথা বলে ওই তরুণীকে এক বাড়িতে নিয়ে যান। সেখানে মিথুন ‘ইচ্ছার বিরুদ্ধে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক’ গড়েন বলে মামলায় উল্লেখ করা হয়।
পরে মিথুনের ধর্মীয় পরিচয় জানতে পারলেও এসআইকে বিয়ে করতে চান। কিন্তু মিথুন তাতে রাজি না হওয়ায় গত ২৭ জুন থানায় মামলা করতে যান তিনি। কিন্তু থানার ওসি মিথুনের পূর্বপরিচিত একজনের মাধ্যমে আপস করার পরামর্শ দেন। কিন্তু মিথুন বিয়েতে রাজি না হওয়ায় মামলা করেন।
তবে মামলা না নেওয়া বা আপস করার পরামর্শ দেওয়ার অভিযোগ অস্বীকার করেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অভিযোগ নিয়ে কেউ আমার কাছে আসে নাই। আমি ওই তরুণীকে চিনি না।’
এ বিষয়ে জানতে এসআই মিথুন সরকারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।
এর আগে ২২ জুলাই ওই তরুণী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। এরপর মিথুনকে ৮ আগস্ট বগুড়ার আদমদীঘি থানায় বদলি করা হয়। তদন্তে অভিযোগের প্রাথমি সত্যতা মেলায় ৯ আগস্ট এসআই মিঠুনকে সাময়িক বরখাস্ত করে আদমদীঘি থানা থেকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৫ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে