Ajker Patrika

‘আগে সার-বীজের জন্য কষ্ট করতে হয়েছে, এখন কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
‘আগে সার-বীজের জন্য কষ্ট করতে হয়েছে, এখন কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি’

পাবনার চাটমোহরে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা ৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন মন্তব্য করেন, সার বীজের জন্য কৃষকদের অনেক কষ্ট করতে হয়েছে। আজকে সার ও বীজ নিয়ে আমরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি। এ সময় দেশের সব কৃষকদের সুদ মুক্ত কৃষি ঋণ প্রদানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মকবুল হোসেন। 

সংসদ সদস্য মকবুল হোসেন বলেছেন, ‘এক সময় সার বীজের জন্য মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে। আর আজকে সার ও বীজ নিয়ে আমরা কৃষকদের দ্বারে দ্বারে ঘুরছি। কৃষক বাংলাদেশের মূল চালিকা শক্তি।’ 

সংসদ সদস্য দেশের সব কৃষকদের সুদ মুক্ত কৃষি ঋণ প্রদানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়া আহ্বান করেন। 

 ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। 

বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন—উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী প্রমুখ। 

উপজেলার ৬ হাজার ৬৭০ জন কৃষকদের মধ্যে প্রায় ৫৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির বীজ ও সার বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত