সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই। গতকাল সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। স্থানীয় হাটে-বাজারে দরাজ কণ্ঠে গাওয়া তার গান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সুমন অসুস্থ ছিল। রোগ নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে গাইত সে। গতকাল দুপুরে তার খিঁচুনি শুরু হয়। এরপর স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।’
সুমনের বাবা আল-আমিন শেখ জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সুমন। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে তার উন্নত চিকিৎসা করানো হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর বয়স থেকেই গানের নেশা শুরু হয় সুমনের। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দুই হাতে দুটি কয়েন দিলে টেবিল অথবা চেয়ারে বাজিয়েই খোলা গলায় গান ধরত সে। আর মুগ্ধ হয়ে শুনত মানুষ। এভাবেই প্রতিদিন হাট-বাজারে ঘুরে ঘুরে গাইতো সে। যদিও গান নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার। কিন্তু তার এই গান ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো দেশে। তাকে নিয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
খোকশাবাড়ী ইউপির সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘সুমনের নেশা ছিল গান গাওয়া। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত, তা দিয়ে দরিদ্র বাবার সংসারে কিছুটা সহযোগিতা হতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
সিরাজগঞ্জের খুদে শিল্পী সুমন শেখ (১৬) আর নেই। গতকাল সোমবার দুপুরে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের আল-আমিন শেখের ছেলে। স্থানীয় হাটে-বাজারে দরাজ কণ্ঠে গাওয়া তার গান সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ব্যাপক ভাইরাল হয়েছিল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা।
এ নিয়ে ইউপি চেয়ারম্যান রাশেদুল হাসান রশিদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সুমন অসুস্থ ছিল। রোগ নিয়েই বিভিন্ন অনুষ্ঠানে গাইত সে। গতকাল দুপুরে তার খিঁচুনি শুরু হয়। এরপর স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যায় স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।’
সুমনের বাবা আল-আমিন শেখ জানান, ছোটবেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল সুমন। তখন স্থানীয়ভাবে ডাক্তার দেখানো হলেও টাকার অভাবে তার উন্নত চিকিৎসা করানো হয়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর বয়স থেকেই গানের নেশা শুরু হয় সুমনের। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দুই হাতে দুটি কয়েন দিলে টেবিল অথবা চেয়ারে বাজিয়েই খোলা গলায় গান ধরত সে। আর মুগ্ধ হয়ে শুনত মানুষ। এভাবেই প্রতিদিন হাট-বাজারে ঘুরে ঘুরে গাইতো সে। যদিও গান নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না তার। কিন্তু তার এই গান ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো দেশে। তাকে নিয়ে বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
খোকশাবাড়ী ইউপির সদস্য সেরাজুল ইসলাম বলেন, ‘সুমনের নেশা ছিল গান গাওয়া। হাতই ছিল তার বাদ্যযন্ত্র। দর্শকদের আনন্দ ও বিনোদন দিয়ে যে টাকা পেত, তা দিয়ে দরিদ্র বাবার সংসারে কিছুটা সহযোগিতা হতো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
চিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
২ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
৮ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১০ মিনিট আগেকক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৫ হাজার ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে বিমানবন্দরে নিয়মিত মালামাল তল্লাশির সময় ইয়াবা পিসগুলো শনাক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত
১৬ মিনিট আগে