পাবনা প্রতিনিধি
নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শিশুটি নিখোঁজ হওয়ার পর তার চাচাতো ভাই ফয়সাল হোসেনকে (২৩) আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল মঙ্গলবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সালমানকে শ্বাসরোধ করে হত্যার পর একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
শিশু সালমান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের শিক্ষক হাশেম আলীর ছেলে। আটক ফয়সাল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
সালমানের বাবা হাশেম আলী বলেন, ‘সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালমান নিখোঁজ হয়। পরে একজন মোবাইল ফোনে আমাদের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে বিষয়টি আতাইকুলা থানা-পুলিশকে জানানো হয়। আর আজ রাতে আমার শিশু ছেলেটার লাশ পাওয়া গেল। ওইটুকু ছেলেকে কীভাবে মারল!’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরই শিশুটির সন্ধানে কাজ শুরু করে পুলিশ। কললিস্ট ধরে শিশুটির চাচাতো ভাই ফয়সালকে সন্দেহভাজন হিসেবে সোমবার দুপুরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু সালমানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফয়সালের নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, কেন কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শিশুটি নিখোঁজ হওয়ার পর তার চাচাতো ভাই ফয়সাল হোসেনকে (২৩) আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল মঙ্গলবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সালমানকে শ্বাসরোধ করে হত্যার পর একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
শিশু সালমান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের শিক্ষক হাশেম আলীর ছেলে। আটক ফয়সাল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে।
সালমানের বাবা হাশেম আলী বলেন, ‘সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালমান নিখোঁজ হয়। পরে একজন মোবাইল ফোনে আমাদের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে বিষয়টি আতাইকুলা থানা-পুলিশকে জানানো হয়। আর আজ রাতে আমার শিশু ছেলেটার লাশ পাওয়া গেল। ওইটুকু ছেলেকে কীভাবে মারল!’
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরই শিশুটির সন্ধানে কাজ শুরু করে পুলিশ। কললিস্ট ধরে শিশুটির চাচাতো ভাই ফয়সালকে সন্দেহভাজন হিসেবে সোমবার দুপুরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু সালমানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফয়সালের নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, কেন কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।
মাদকের কারবার, কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ, ব্যক্তি আক্রোশ ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সন্ত্রাসী গ্রুপের বিরোধে খুলনা নগরীতে বাড়ছে বিভিন্ন অপরাধ। গত ১১ মাসে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আটটি থানায় ৩০টির বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
৬ ঘণ্টা আগে‘বান হইলে যে ক্ষতি হয়, না হইলে আমগো এর চেয়ে বেশি ক্ষতি হয়। চরের জমিতে ধান, কলাই আর আগাম বাদাম ফলানো যায় না। এবার সময়মতো বান না হওয়ায় চরে এগুলা আবাদ করা যায় নাই। ধান না হইলে মাইনষের খাওনের কষ্ট হইব।’ বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে মৌসুমি বৃষ্টি আর বন্যার দেখা না মেলায় কৃষির ক্ষতি নিয়ে কথাগুলো...
৬ ঘণ্টা আগেসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পরিত্যক্ত টায়ার পুড়িয়ে তৈরি হচ্ছে সড়কে পিচ ঢালাইয়ের জন্য জ্বালানি তেল (ফার্নেস অয়েল) ও ইটভাটায় ব্যবহৃত কালি। আবাদি জমিতে স্থাপিত এই কারখানার কালো ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশ ক্ষতির মুখে পড়েছে।
৬ ঘণ্টা আগেএত দিন কুড়িগ্রাম থেকে গাইবান্ধার পলাশবাড়ী পয়েন্ট দিয়ে ঢাকায় যাতায়াত করতে হতো। রংপুর হয়ে পলাশবাড়ী যেতে অতিক্রম করতে হতো প্রায় ১৩০ কিলোমিটার পথ। এখনো একই পথে যাতায়াত করতে হবে। তবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রামের চিলমারীকে সংযুক্ত করা মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের ফলে কুড়িগ্রাম-পলাশবাড়ীর...
৭ ঘণ্টা আগে