Ajker Patrika

পাবনায় বাক্সের ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

পাবনা প্রতিনিধি
পাবনায় বাক্সের ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শিশুটি নিখোঁজ হওয়ার পর তার চাচাতো ভাই ফয়সাল হোসেনকে (২৩) আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল মঙ্গলবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সালমানকে শ্বাসরোধ করে হত্যার পর একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শিশু সালমান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের শিক্ষক হাশেম আলীর ছেলে। আটক ফয়সাল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

সালমানের বাবা হাশেম আলী বলেন, ‘সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালমান নিখোঁজ হয়। পরে একজন মোবাইল ফোনে আমাদের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে বিষয়টি আতাইকুলা থানা-পুলিশকে জানানো হয়। আর আজ রাতে আমার শিশু ছেলেটার লাশ পাওয়া গেল। ওইটুকু ছেলেকে কীভাবে মারল!’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরই শিশুটির সন্ধানে কাজ শুরু করে পুলিশ। কললিস্ট ধরে শিশুটির চাচাতো ভাই ফয়সালকে সন্দেহভাজন হিসেবে সোমবার দুপুরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু সালমানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফয়সালের নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওসি জানান, কেন কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত