সিরাজগঞ্জ প্রতিনিধি
হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় দায়ের করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) এবং একই মহল্লার ইউনুস আলীর ছেলে বানী ইসরাইল (৩২)।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে র্যাব-১২-এর সদস্যরা সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় র্যাবের কাছে খবর আসে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দু ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
এ সময় সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। দুপুরে একতা পরিবহনের বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র্যাব সদস্যরা বাসে তল্লাশি চালান। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বানী ইসরায়েলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় দায়ের করা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লার জামাল হোসেনের ছেলে রমজান আলী (২৭) এবং একই মহল্লার ইউনুস আলীর ছেলে বানী ইসরাইল (৩২)।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জেবুন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২১ মে র্যাব-১২-এর সদস্যরা সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় র্যাবের কাছে খবর আসে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দু ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
এ সময় সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। দুপুরে একতা পরিবহনের বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র্যাব সদস্যরা বাসে তল্লাশি চালান। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বানী ইসরায়েলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১২-এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৩ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৬ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৪ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৫ মিনিট আগে