Ajker Patrika

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি, প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৫: ৪২
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবরার রহমান (১৯) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবরার বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সোবাহান হীরা জানান, শিক্ষার্থীদের এমন অকালমৃত্যু অত্যন্ত পীড়াদায়ক। আবরারের মৃত্যুতে আমাদের পুরো বিভাগ শোকাহত। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 

নিহতের বন্ধুরা জানান, গতকাল মঙ্গলবার রাতে আবরার তাঁর আরেক বন্ধুসহ মোটরসাইকেল নিয়ে মধুপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তারা দুজন রাস্তায় ছিটকে পড়েন। এতে আবরারের বন্ধু মারাত্মকভাবে আহত হন আর আবরার রাস্তায় পড়ে গিয়ে সেখানেই স্ট্রোক করেন। এ অবস্থায় আবরারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে আবরারের মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত