চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
শত বিতর্কের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’
আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘মেলা শেষে খেলার মাঠের চিত্র আমরা পরিবর্তন করে দেব। এটা আমরা এজন্য করব যে যাতে পরবর্তী সময়ে এই মাঠটি পেতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিকিউরিটি জমা আছে। আমরা এটা ঠিক না করে দিলে টাকা ফেরত পাব না।’
মেলা উদ্বোধনের সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করতে হবে। পাশাপাশি দেশীয় শিল্পপণ্যের বিকাশ ঘটানোর জন্য এই টাইপের প্রচার এবং প্রসার ঘটাতে হবে।’
এর আগে গত ২৯ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মধ্যেই মেলা শুরু হলো।
শত বিতর্কের মধ্যেও চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরোনো স্টেডিয়ামেই শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এবং মেলা আয়োজক কমিটির সদস্যরা।
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘১০ মে থেকে ১০ জুন পর্যন্ত এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলবে। এখানে দর্শনার্থীরা নির্বিঘ্নে সুলভ মূল্যে মালামাল ক্রয় করতে পারবেন। সেই নির্দেশনা সব দোকানদারকে দেওয়া হয়েছে। এ জেলার পণ্য ছাড়াও অন্য জেলার পণ্য চাঁপাইনবাবগঞ্জের ১৮ লাখ মানুষের কাছে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে।’
আব্দুল ওয়াহেদ আরও বলেন, ‘মেলা শেষে খেলার মাঠের চিত্র আমরা পরিবর্তন করে দেব। এটা আমরা এজন্য করব যে যাতে পরবর্তী সময়ে এই মাঠটি পেতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। আর জাতীয় ক্রীড়া পরিষদে আমাদের সিকিউরিটি জমা আছে। আমরা এটা ঠিক না করে দিলে টাকা ফেরত পাব না।’
মেলা উদ্বোধনের সময় জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের পৃষ্ঠপোষকতা অবশ্যই করতে হবে। পাশাপাশি দেশীয় শিল্পপণ্যের বিকাশ ঘটানোর জন্য এই টাইপের প্রচার এবং প্রসার ঘটাতে হবে।’
এর আগে গত ২৯ এপ্রিল আজকের পত্রিকায় ‘স্টেডিয়ামের মাঠ খুঁড়ে মাসব্যাপী মেলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত সমালোচনার মধ্যেই মেলা শুরু হলো।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে