Ajker Patrika

পাবনায় বিএনপি ও জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ, মিছিল

পাবনা প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা
পাবনার আটঘরিয়ায় উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতা-কর্মীরা। এ সময় অবিলম্বে দোষী বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর এবং নেতা-কর্মীদের মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি।

জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতা-কর্মীরা। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল জামায়াতের কার্যালয় পোড়ানোর বিভিন্ন চিত্র সাংবাদিকদের ঘুরে দেখান। পরে তাঁরা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ জেলা-উপজেলা জামায়াতের নেতারা।

অধ্যাপক আবু তালেব মণ্ডল বলেন, ‘উপজেলা বিএনপির চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয় পোড়ায়নি তারা ইসরায়েলের কায়দায় বর্বর হামলা চালিয়ে পবিত্র কোরআন ও হাদিসসহ বিভিন্ন ইসলামি বইপত্র পুড়িয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া আটঘরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নিরপেক্ষতা হারিয়েছেন, অবিলম্বে তাঁকেও প্রত্যাহার করতে হবে।’

এদিকে শুক্রবার বিকেলে পাবনার আটঘরিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি। আটঘরিয়ার দেবোত্তর বাজারে বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন আলম বক্তব্য দেন। তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে জামায়াত-শিবির তাদের অফিসে অতর্কিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের কুপিয়ে ও মারধর করার পর বিএনপির অফিস ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ২ কোটি টাকার ক্ষতি করেছে।

সংবাদ সম্মেলন শেষে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আতাউর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজহার উদ্দিনসহ দলের ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, উভয় পক্ষ উভয় পক্ষের অফিস ভাঙচুর করেছে। কিছুটা সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে ১৫ মে আটঘরিয়া উপজেলা বিএনপি ও জামায়াতের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় উভয় দলের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে দুই দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত