বগুড়া প্রতিনিধি
বগুড়া শহরের সাতমাথায় জাসদ-সমর্থিত জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকদের তথ্য অনুযায়ী, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের অধীনে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রসহ নাচ-গানের আয়োজন করা হয়েছিল। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে একটি মিছিল এসে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।
হামলাকারীরা খাবার ফেলে দিয়ে ভাঙচুর করে এবং আশপাশের দোকানের বেঞ্চ জড়ো করে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। হামলার সময় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকনকে মারধর করা হয়। পাশাপাশি স্থানীয় রায়হানের চা-দোকানও ভেঙে ফেলা হয়। হামলার পর তারা মিছিল করে নিজেদের কার্যালয়ে ফিরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাসদ-সমর্থিত হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান বলেন, ‘আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হঠাৎ জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে দেন। তারা খাবার নষ্ট করে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।’
অন্যদিকে, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন বলেন, ‘আমি আগে জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ছিলাম। তবে এখন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হামলার অভিযোগ সঠিক নয়।’
বগুড়া সদর থানার ওসি মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া শহরের সাতমাথায় জাসদ-সমর্থিত জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শ্রমিকদের তথ্য অনুযায়ী, বগুড়া জেলা জাসদ কার্যালয়ে জাতীয় শ্রমিক জোটের অধীনে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাদ্যযন্ত্রসহ নাচ-গানের আয়োজন করা হয়েছিল। এ সময় জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিনের নেতৃত্বে একটি মিছিল এসে অনুষ্ঠানস্থলে হামলা চালায়।
হামলাকারীরা খাবার ফেলে দিয়ে ভাঙচুর করে এবং আশপাশের দোকানের বেঞ্চ জড়ো করে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। হামলার সময় সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম খোকনকে মারধর করা হয়। পাশাপাশি স্থানীয় রায়হানের চা-দোকানও ভেঙে ফেলা হয়। হামলার পর তারা মিছিল করে নিজেদের কার্যালয়ে ফিরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাসদ-সমর্থিত হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রায়হান বলেন, ‘আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। হঠাৎ জেলা জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে আমাদের অনুষ্ঠান পণ্ড করে দেন। তারা খাবার নষ্ট করে, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।’
অন্যদিকে, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুল মোমিন বলেন, ‘আমি আগে জাসদ শ্রমিক জোটের কেন্দ্রীয় নেতা ছিলাম। তবে এখন তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হামলার অভিযোগ সঠিক নয়।’
বগুড়া সদর থানার ওসি মঈনুদ্দীন বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে