শেরপুর (বগুড়া) প্রতিনিধি
আগামী ১১ অক্টোবর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপলক্ষে রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা চত্বরে চারটি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
রোববার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৩২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল দাখিল করেছেন বলে শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুন রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
১ নম্বর কুসুম্বী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মো. জুলফিকার আলী, জাসদ মনোনীত প্রার্থী মোছা. রাজিয়া সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আখতার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মমিন ও মো. শাহ আলম পান্না তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়াও এই ইউনিয়নে ৩৩ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৩ নম্বর খামারকান্দি ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আব্দুল মোমিন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব ও আব্দুল মতিন। এ ছাড়াও এই ইউনিয়নে ৩৪ জন সাধারণ সদস্য ও ১১ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৪ নম্বর খানপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পরিমল দত্ত, স্বতন্ত্র প্রার্থী পিয়ার হোসেন পিয়ার ও মো. শরিফুল ইসলাম রাঞ্জু। এ ছাড়াও এই ইউনিয়নে ২৭ জন সাধারণ সদস্য ও ১১ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৫ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল মোনায়েম খান ও মো. মোস্তাফিজার রহমান। এ ছাড়াও এই ইউনিয়নে ২৯ জন সাধারণ সদস্য ও ১৫ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৬ নম্বর বিশালপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. শাহজাহান আলী, জাকের পার্টির আব্দুল বারী মিঠু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন, সুধান্য চন্দ্র ও এসএম রাফিউল ইসলাম। এ ছাড়াও এই ইউনিয়নে ২৯ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৭ নম্বর ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাফর ইকবাল, জাকের পার্টির আশরাফ আলী, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, গোলাম মোস্তফা। এ ছাড়াও এই ইউনিয়নে ৪৩ জন সাধারণ সদস্য ও ১৪ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৮ নম্বর সুঘাট ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. মনিরুজ্জামান (জিন্নাহ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন জিহাদ, আহসান হাবিব ও টিএম গফুর। এ ছাড়াও এই ইউনিয়নে ৪২ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৯ নম্বর সীমাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রী গৌরদাস রায় চৌধুরী, জাকের পার্টির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী আফতাব তালুকদার। এ ছাড়াও এই ইউনিয়নে ৪২ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
১০ নম্বর শাহ-বন্দেগী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আবু তালেব আকন্দ, জাকের পার্টির লাল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম, আব্দুস সালাম, সিদ্দীক ভুইয়া ও আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ ও ২১ অক্টোবর মনোনয়ন বাছাই করে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৭ তারিখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিলেও স্থানীয়ভাবে নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কিছু বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।
আগামী ১১ অক্টোবর দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলার নয়টি ইউনিয়নের ৪৩ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ উপলক্ষে রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা চত্বরে চারটি কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
রোববার শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৪৩ জন, সাধারণ সদস্য পদে ৩২০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন দাখিল দাখিল করেছেন বলে শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মোছা. আছিয়া খাতুন রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
১ নম্বর কুসুম্বী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ মো. জুলফিকার আলী, জাসদ মনোনীত প্রার্থী মোছা. রাজিয়া সুলতানা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আখতার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মমিন ও মো. শাহ আলম পান্না তাঁদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ ছাড়াও এই ইউনিয়নে ৩৩ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৩ নম্বর খামারকান্দি ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আব্দুল মোমিন এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব ও আব্দুল মতিন। এ ছাড়াও এই ইউনিয়নে ৩৪ জন সাধারণ সদস্য ও ১১ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৪ নম্বর খানপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পরিমল দত্ত, স্বতন্ত্র প্রার্থী পিয়ার হোসেন পিয়ার ও মো. শরিফুল ইসলাম রাঞ্জু। এ ছাড়াও এই ইউনিয়নে ২৭ জন সাধারণ সদস্য ও ১১ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৫ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর মোহাম্মদ, স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম, মো. আব্দুল মোনায়েম খান ও মো. মোস্তাফিজার রহমান। এ ছাড়াও এই ইউনিয়নে ২৯ জন সাধারণ সদস্য ও ১৫ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৬ নম্বর বিশালপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. শাহজাহান আলী, জাকের পার্টির আব্দুল বারী মিঠু, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন, সুধান্য চন্দ্র ও এসএম রাফিউল ইসলাম। এ ছাড়াও এই ইউনিয়নে ২৯ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৭ নম্বর ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাফর ইকবাল, জাকের পার্টির আশরাফ আলী, স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন, গোলাম মোস্তফা। এ ছাড়াও এই ইউনিয়নে ৪৩ জন সাধারণ সদস্য ও ১৪ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৮ নম্বর সুঘাট ইউনিয়নে চেয়ারম্যন পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. মনিরুজ্জামান (জিন্নাহ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন জিহাদ, আহসান হাবিব ও টিএম গফুর। এ ছাড়াও এই ইউনিয়নে ৪২ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
৯ নম্বর সীমাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রী গৌরদাস রায় চৌধুরী, জাকের পার্টির একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন ও স্বতন্ত্র প্রার্থী আফতাব তালুকদার। এ ছাড়াও এই ইউনিয়নে ৪২ জন সাধারণ সদস্য ও ১৩ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন।
১০ নম্বর শাহ-বন্দেগী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মো. আবু তালেব আকন্দ, জাকের পার্টির লাল মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী আসাদুল ইসলাম, আব্দুস সালাম, সিদ্দীক ভুইয়া ও আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ ও ২১ অক্টোবর মনোনয়ন বাছাই করে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। ২৭ তারিখে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ১১ নভেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিলেও স্থানীয়ভাবে নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কিছু বিদ্রোহী প্রার্থীও রয়েছেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফ এম শরীফুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার ক্রাইম অভিযান চালিয়ে
১ ঘণ্টা আগেমৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক মো. আলফাজ উদ্দিন শেখ (৫৮) নিজ কার্যালয়ে অসুস্থ হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে মৎস্য ভবনে তাঁর দপ্তরে বসে শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।
১ ঘণ্টা আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওহিদ এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. নাসিরুদ্দিন তালুকদারের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ আগামী ১ বছরের জন্য স্থগিত করা
২ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দর্শনায় দ্রুতগতির ইজিবাইকের ধাক্কায় মাছুরা খাতুন (৩০) নামের এক নারী মারা গেছেন। আজ সোমবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে আহত অবস্থায় মাছুরা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসার পরই তিনি মারা যান।
২ ঘণ্টা আগে