নাজমুল হাসান সাগর ও অদ্বৈত কুমার আকাশ, বগুড়া থেকে
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বগুড়ার দুটি সংসদীয় আসনে (বগুড়া-৪ ও বগুড়া-৬) ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি একেবারেই কম। গ্রাম ও শহরের ভোটকেন্দ্রগুলোতে একই চিত্র লক্ষ করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম সদরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম। ভোট শুরুর চার ঘণ্টা অতিবাহিত হলেও নন্দীগ্রাম সদরের তিন কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭৪৯টি।
সব থেকে কম ভোট পড়েছে সদরের কাজী ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৪০২ জন। ৯টি বুথে সকাল থেকে ভোট পড়েছে মাত্র ১৪৪টি। দুপুর ১২টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা স্কুলের মাঠে দাঁড়িয়ে আছেন। ভোটারবিহীন সুনসান নীরব কেন্দ্র। সেখানে ১০ মিনিট অপেক্ষা করে একজন নারী ভোটারের দেখা মেলে। কলেজপাড়া থেকে ভোট দিতে আসা জেমি খাতুনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আমি ভোট দিনু, আর কেউ নাই।’
প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট তো দিনু, আমার ভোট কাত পইল সেডা বুঝিনি। কিন্তু ভোট খুব সহজে দেওয়া গেছে।’
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। এই কেন্দ্রে মহিলা ভোটার বেশি। তাই আশা করছি দুপুরের পর ভোটার বাড়বে।’
একই চিত্র দেখা গেছে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে। মাঠে কোনো ভোটার নেই। স্কুল ভবনের দোতলায় আটটি বুথে ১০ জন ভোটার দেখা গেছে। গল্প করে অলস সময় পার করছিলেন পোলিং এজেন্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪০৫টি। কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ২৭১ জন।
এই কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর কথা হয় সামছুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে মানুষ নেই। তবে ইভিএমে দ্রুত ভোট দিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি।’
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৭৭ জন। বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে ২৩০টি, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি।
সকাল থেকে এই তিন কেন্দ্রে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) উপনির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য প্রতিটি ভোটকেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে আছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বগুড়ার দুটি সংসদীয় আসনে (বগুড়া-৪ ও বগুড়া-৬) ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি একেবারেই কম। গ্রাম ও শহরের ভোটকেন্দ্রগুলোতে একই চিত্র লক্ষ করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম সদরের ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি একেবারেই কম। ভোট শুরুর চার ঘণ্টা অতিবাহিত হলেও নন্দীগ্রাম সদরের তিন কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৭৪৯টি।
সব থেকে কম ভোট পড়েছে সদরের কাজী ওয়াজেদ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ৪০২ জন। ৯টি বুথে সকাল থেকে ভোট পড়েছে মাত্র ১৪৪টি। দুপুর ১২টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা স্কুলের মাঠে দাঁড়িয়ে আছেন। ভোটারবিহীন সুনসান নীরব কেন্দ্র। সেখানে ১০ মিনিট অপেক্ষা করে একজন নারী ভোটারের দেখা মেলে। কলেজপাড়া থেকে ভোট দিতে আসা জেমি খাতুনের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। তিনি বলেন, ‘আমি ভোট দিনু, আর কেউ নাই।’
প্রথমবার ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট তো দিনু, আমার ভোট কাত পইল সেডা বুঝিনি। কিন্তু ভোট খুব সহজে দেওয়া গেছে।’
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আব্দুর রউফ আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকে ভোটার উপস্থিতি কম। এই কেন্দ্রে মহিলা ভোটার বেশি। তাই আশা করছি দুপুরের পর ভোটার বাড়বে।’
একই চিত্র দেখা গেছে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে। মাঠে কোনো ভোটার নেই। স্কুল ভবনের দোতলায় আটটি বুথে ১০ জন ভোটার দেখা গেছে। গল্প করে অলস সময় পার করছিলেন পোলিং এজেন্টরা। খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪০৫টি। কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ২৭১ জন।
এই কেন্দ্র থেকে ভোট দিয়ে বের হওয়ার পর কথা হয় সামছুল আলমের সঙ্গে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে মানুষ নেই। তবে ইভিএমে দ্রুত ভোট দিতে পেরেছি। কোনো ঝামেলা হয়নি।’
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৭৭ জন। বুথে চার ঘণ্টায় ভোট পড়েছে ২৩০টি, যার মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি।
সকাল থেকে এই তিন কেন্দ্রে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সার্বিক নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) উপনির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য প্রতিটি ভোটকেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে আছেন।
কক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৪১ মিনিট আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
১ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
২ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল হামিদ (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নুর ইসলাম (৫৫) নামের আরেকজন আহত হন।
২ ঘণ্টা আগে