রাবি প্রতিনিধি
সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। ক্যাম্পাসের নিরাপত্তা সমুন্নত রাখা ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের এমন নির্দেশনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমিক ভবনসমূহের সামনে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে সন্ধ্যার পরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে তাদের জিম্মি করতে চাচ্ছে এবং মুক্ত জ্ঞানচর্চায় বাধা সৃষ্টি করছে।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস লিখেছেন, ‘দেশের পরিস্থিতি অনুসারে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একাডেমিক ভবন ও লাইব্রেরির আশপাশে ব্যাডমিন্টনের অনেকগুলো কোর্ট কাটা হয়েছে। ছাত্ররা নিজেই সবগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। মধ্যরাত পর্যন্ত এ খেলা চলে।
এসব জায়গা তো খেলার জায়গা না। এত রাতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ জন্য তাদেরকে আবাসিক হলের আশপাশে ও জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। ক্যাম্পাসের নিরাপত্তা সমুন্নত রাখা ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের এমন নির্দেশনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমিক ভবনসমূহের সামনে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে সন্ধ্যার পরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে তাদের জিম্মি করতে চাচ্ছে এবং মুক্ত জ্ঞানচর্চায় বাধা সৃষ্টি করছে।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস লিখেছেন, ‘দেশের পরিস্থিতি অনুসারে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একাডেমিক ভবন ও লাইব্রেরির আশপাশে ব্যাডমিন্টনের অনেকগুলো কোর্ট কাটা হয়েছে। ছাত্ররা নিজেই সবগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। মধ্যরাত পর্যন্ত এ খেলা চলে।
এসব জায়গা তো খেলার জায়গা না। এত রাতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ জন্য তাদেরকে আবাসিক হলের আশপাশে ও জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।
ঢাকার বনানী এলাকার সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে হত্যার ঘটনায় কুমিল্লা থেকে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিন তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
৪ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিবিয়ানা গ্যাস ফিল্ড কর্মকর্তা তানভীর আহমেদের (৩০) মরদেহ। শনিবার (১৬ আগস্ট) সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
৭ মিনিট আগেশেরপুরে কাঠবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান উল্টে দাদা-নাতির মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের বেলতলী বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার হালগড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিস্ত্রি ও তাঁর নাতি হোসাইন (১১)। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রৌহা...
১০ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ১৩ আগস্ট ভুক্তভোগী শিক্ষার্থীর মা বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
১৩ মিনিট আগে