Ajker Patrika

আগাছানাশক ছিটিয়ে স্ত্রীর গমখেত নষ্ট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৭: ০৭
আগাছানাশক ছিটিয়ে স্ত্রীর গমখেত নষ্ট করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর বিরুদ্ধে আগাছানাশক ছিটিয়ে তিন বিঘা জমির গমখেত নষ্ট করার অভিযোগ তুলেছেন স্ত্রী রেখা বেগম। এই ঘটনায় তিনি থানায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর স্বামীসহ চারজনের নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত সোমবার দিবাগত রাতে পুঠিয়া উপজেলার সদর ইউনিয়নের কান্দ্রা গ্রামে গমখেত নষ্ট করার ঘটনা ঘটে। রেখার স্বামী নকির উদ্দীনের বাড়ি একই উপজেলার শাহবাজপুর গ্রামে।

রেখা বেগম জানান, পারিবারিক কলহে এক বছরের বেশি সময় ধরে তিনি তাঁর বাবার বাড়িতে থাকেন। স্বামী নকির তাঁর কোনো খোঁজ রাখেন না। বাবার জমিতে রেখা বিভিন্ন ফসল চাষাবাদ করেন। সম্প্রতি নকির তাঁকে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার হুমকি দেন।

রেখা বলেন, ‘সোমবার দিবাগত রাতে আমার স্বামী ও তাঁর দু-তিনজন সহযোগী আমার তিন বিঘা গমখেতে আগাছানাশক ছিটিয়েছেন। গতকাল সকালে গিয়ে দেখি ওই জমিতে থাকা গমগাছ পুড়ে গেছে। এই ঘটনায় ওই দিন সন্ধ্যায় স্বামীসহ আরও তিনজনের নামে থানায় জিডি করেছি।’

নকির উদ্দীন বলেন, ‘স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলেও তার ফসলের ক্ষতি আমি করিনি। কে বা কারা করেছে, তা-ও আমার জানা নেই।’

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘ফসল নষ্ট করার অভিযোগে রেখা নামের এক নারী তাঁর স্বামীর বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত