Ajker Patrika

গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৩: ১০
গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে বদলগাছী থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বালুভরা ইউপির প্রধানকুন্ডি গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে ফরিদ (৫১) এবং একই গ্রামের মৃত মনছের আলীর ছেলে আব্দুল মজিদ (৫০।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বদলগাছীর প্রধানকুন্ডি গ্রামে ভুক্তভোগী ধারের টাকা নিতে মায়ের বাড়িতে গেলে টাকা নিয়ে মায়ের সঙ্গে অনেক কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। ঝগড়া করে ভুক্তভোগী রাগ করে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দিলে রাস্তায় কোনো গাড়ি না পেয়ে দাঁড়িয়ে থাকেন। এ সময় অভিযুক্তরা তাঁকে এত রাতে কোথায় যাচ্ছেন, কী হয়েছে বলে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। ভুক্তভোগী টাকার বিষয়টি বললে অভিযুক্তরা তাকে টাকা দেবে বলে জোরপূর্বক প্রধানকুন্ডী গ্রামের ইদগাহ মাঠের পাশে কলাবাগানের মধ্যে নিয়ে যায়। পরদিন ফজরের আজান পর্যন্ত তাঁকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা। ফজরের আজানের পর ভুক্তভোগীকে মাতাজি মোড়ে রেখে চলে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গতকাল থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর জড়িত দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রায়হান হোসেন বলেন, ‘ধর্ষণের ঘটনায় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ (বুধবার) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত