Ajker Patrika

সিরাজগঞ্জে বিএনপির কর্মী হত্যা, ২৯ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি  
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২২: ৪১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে বিএনপির কর্মী আব্দুল বারী শেখ হত্যার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে মামলাটি করেন। এ ছাড়া মামলায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জুসহ মামলার অন্য আসামিরা হলেন—মো. নুরনবী, নজরুল ইসলাম, মো. আ. মোমিন, গোলাম মোস্তফা, মো. মোকাদ্দেস, গোলাম রব্বানী, মজনু মিয়া, নুরুল মুন্সী, সাজেরুল ইসলাম, আব্দুল মালেক, আব্দুল হালিম, ফাহাদ, আবুল হাশেম, আবু তালহা, আব্দুল মান্নান, কামাল পারভেজ। আসামিদের সবার বাড়ি বহুলী ইউনিয়নে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিদের সঙ্গে বিএনপি কর্মী বারী শেখের পরিবারের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে আসামিরা বিভিন্ন সময় মারধর ও হত্যার হুমকি দিত।

একপর্যায়ে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বারী শেখ বাড়ি থেকে বের হয়ে বহুলী বাজারে যাওয়ার পথে আসামিরা লাঠি, রামদা, দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত