Ajker Patrika

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১২: ০৬
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঈশ্বরদীতে লালন শাহ সেতুর সংযোগ সড়কের দিয়াড় সাহাপুর ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

পাকশী হাইওয়ে পুলিশের ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

শফিকুলের বাড়ি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের ইসমাইল মণ্ডলের ছেলে। শফিকুল রূপপুর প্রকল্পের সাব ঠিকাদার রোসেম কোম্পানিতে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল মোটরসাইকেলে রূপপুর প্রকল্পে কাজে যাচ্ছিলেন। এ সময় লালন শাহ সেতুর সংযোগ সড়কের ক্লাব মোড় পার হওয়ার সময় বিপরীতমুখী দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত