Ajker Patrika

ঘুরেফিরে একই সমিতিকে পুকুর ইজারার প্রক্রিয়া

  • লাভবান সিন্ডিকেট, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ বঞ্চিত
  • জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫৯
ঘুরেফিরে একই সমিতিকে পুকুর ইজারার প্রক্রিয়া

রাজশাহীর গোদাগাড়ীতে ঘুরেফিরে একই মৎস্যজীবী সমিতিকে সরকারি পুকুর ইজারা দেওয়া হচ্ছে। নীতিমালা অনুযায়ী, প্রতিটি সমিতি দুটি করে পুকুর ইজারা পাবে এবং তারপর অবশিষ্ট পুকুর খাস কালেকশনের মাধ্যমে সাধারণ মানুষকে ইজারা দিতে হবে। কিন্তু গোদাগাড়ীর শক্তিশালী পুকুর সিন্ডিকেট সমিতির মাধ্যমে সব পুকুর নিয়ে নিচ্ছে। এতে জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা লঙ্ঘন হচ্ছে বলে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে।

উপজেলার পানিহার গ্রামের বাসিন্দা মিজানুর রহমান গত সোমবার জেলা প্রশাসক বরাবর এই লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি বিভাগীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়েও দেওয়া হয়েছে। আজকের পত্রিকার হাতে অনুলিপির কপি এসেছে।

অভিযোগে বলা হয়েছে, সরকার ২০০৯ সালে জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ও ২০১২ সালে সংশোধনী জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা গঠন করে ধারাবাহিকভাবে জলমহাল ইজারা দিতে রূপরেখা তৈরি করেছে। ২০০৯ সালের জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী, খাস পুকুর ইজারা গ্রহণের ক্ষেত্রে মৎস্যজীবী সমিতি অগ্রাধিকার পাবে। ২০১২ সালের সংশোধনী নীতিমালার ২(৪)(খ) ধারা অনুযায়ী ও (গ) ধারা মোতাবেক একরপ্রতি বার্ষিক ১ হাজার ৫০০ টাকায় দুটি করে পুকুর ইজারা পাবে। নীতিমালার ১৫ নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান, গোরস্থান, আদর্শগ্রামের অনুকূলে ইজারাবিহীন পুকুর উন্মুক্ত রাখার বিধান রয়েছে। এরপর অবশিষ্ট যতই পুকুর থাকুক না কেন, তা নীতিমালার ১৬ নম্বর ধারা অনুযায়ী সাধারণ মানুষের কাছ থেকে খাস কালেকশন করতে হবে।

অভিযোগে বলা হয়, জলমহাল ব্যবস্থাপনা নীতিমালার ৬(৫) ধারায় উল্লেখ রয়েছে, কোনো সমবায় সমিতি দুটির বেশি জলমহাল ইজারা পাবে না। কিন্তু গোদাগাড়ী উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত এবং সদস্যসচিব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম তা অমান্য করছেন।

জানা গেছে, গোদাগাড়ীতে ৫ হাজার ৩৮টি সরকারি পুকুর ও দিঘি রয়েছে। এর মধ্যে শুধু খাস পুকুরের সংখ্যা ৩ হাজার ৬৫৭টি। ১ হাজার ৪২১টি পুকুর আগের দুই বছরে ইজারা দেওয়া আছে। বাকি ২ হাজার ২৩৬টি পুকুর বাংলা ১৪৩২ থেকে ১৪৩৪ সনের জন্য ইজারা প্রক্রিয়ায় রয়েছে। গোদাগাড়ীতে সমবায় সমিতি রয়েছে ৪৮টি। নিয়ম অনুযায়ী, মৎস্যজীবী সমবায় সমিতির জন্য প্রতিটিতে সমিতিতে অন্তত ২০ জন জেলে কার্ডধারী মৎস্যজীবী থাকতে হবে। কিন্তু এসব সমিতির সবগুলোর তা নেই। তারপরও সব সমিতিই আগেই নীতিমালার বাইরে দুইয়ের বেশি সংখ্যক পুকুর ইজারা পেয়েছে। এখন ওই সমিতিগুলোর কাছেই শিডিউল বিক্রি করে পুকুর ইজারার জন্য দরপত্র জমা নেওয়া হয়েছে।

কোন সমিতির নামে কোন পর্যায়ে কতটি পুকুর ইজারা নেওয়া আছে, তা তালিকার মাধ্যমে তফসিলসহ পুরো বিবরণ জেলা প্রশাসকের কাছে অভিযোগপত্রের সঙ্গে দেওয়া হয়েছে। এতে দেখা গেছে, ৪৮টি সমিতির মধ্যে ৩৮টিই দুই বা ততোধিক পুকুর ইজারা নিয়েছে। এর মধ্যে চারটি সমিতি ছয়টি করে পুকুর ইজারা নিয়ে আছে। নয়টি সমিতি ইজারা নিয়েছে পাঁচটি করে পুকুর। চারটি করে পুকুর ইজারা নিয়েছে ১২টি সমিতি। তিনটি করে পুকুর নিয়েছে পাঁচটি সমিতি। আটটি সমিতি নিয়েছে দুটি করে পুকুর। আর একটি করে পুকুর নিয়েছে দুটি সমিতি। এসব সমিতি ফের পুকুর ইজারা নিতে দরপত্র দাখিল করেছে।

গোদাগাড়ীর স্থানীয়রা জানান, গোদাগাড়ীর ৩ হাজার ৬৫৭টি পুকুরের মধ্যে দুটি করে মাত্র ৯৬টি পুকুর পায় মৎস্যজীবী সমবায় সমিতি। বাকি ৩ হাজার ৫৬১টি পুকুর ধর্মীয় প্রতিষ্ঠান, গোরস্তান, মসজিদ, মন্দির, আদর্শগ্রাম এবং সাধারণ মানুষের পাওয়ার কথা। কিন্তু প্রতিবছর অনিয়ম করে ঘুরেফিরে নামসর্বস্ব সমিতিকেই পুকুর দেওয়া হয়।

গোদাগাড়ীর খাস পুকুরগুলো স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়সহ সাধারণ মানুষকে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছে বেসরকারি সংস্থা সিসিবিভিও। সংস্থাটির কর্মকর্তা মো. আরিফ বলেন, ‘পুকুর সিন্ডিকেট সব পুকুর নিয়ে নেয়। তারপর তাদের কাছ থেকে সাধারণ মানুষকে চড়া মূল্যে পুকুর নিতে হয়। সেসব পুকুরে মাছ চাষ হয়। গ্রামের মানুষ দৈনন্দিন কাজে পুকুরে নামতে পারে না।’ তিনি বলেন, বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর প্রতিনিয়ত নিচে নামছে। তাই ভূগর্ভস্থ পানি উত্তোলন কমাতে গ্রামে গ্রামে এসব পুকুর উন্মুক্ত রাখা দরকার।

আরিফ জানান, অল্প কিছু পুকুর ক্ষুদ্র নৃগোষ্ঠী-অধ্যুষিত গ্রামগুলোয় তাদের ব্যবহারের জন্য উন্মুক্ত ছিল। এবার ইজারার তালিকায় সেই পুকুরগুলোও আনা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রতিনিধিরা ভূমি অফিসে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা দাবি করছেন, পুকুর সিন্ডিকেট ভেঙে দিয়ে যেন ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে খাস কালেকশনের মাধ্যমে পুকুর দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও আবুল হায়াতকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। নীতিমালা না মেনে দুটির বেশি পুকুর পাওয়া সমিতির কাছে আবারও শিডিউল বিক্রির বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্যসচিব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম একটি সভায় আছেন জানিয়ে পরে ফোন করতে চান। তবে তিনি ফোন করেননি।

মৎস্যজীবী সমবায় সমিতিকে নীতিমালার বাইরে দুইয়ের বেশি পুকুর ইজারা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যোবায়ের হোসেন বলেন, ‘এটা দেখে বলতে পারব। নীতিমালার বাইরে কোনো কিছুই হবে না। আমি ঢাকায় আছি, ফেরার পর বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নোয়াখালীতে জিয়া সাইবার ফোর্সের মতবিনিময়, এনসিপি নেতা পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী প্রতিনিধি
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ছবি: আজকের পত্রিকা
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ছবি: আজকের পত্রিকা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল—বিএনপির পক্ষে সোশ্যাল মিডিয়ায় অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নোয়াখালী জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নোয়াখালী জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার রাতে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং তাঁর ছবিসংবলিত কুশপুত্তলিকা দাহ করে সভায় অংশগ্রহণকারীরা।

নোয়াখালী জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর অর রশিদ আজাদ, নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশসহ আরও অনেকে।

এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ছবি: আজকের পত্রিকা
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা পোড়ানো হয়। ছবি: আজকের পত্রিকা

সভায় বক্তারা বলেন, অদৃশ্য শক্তি ক্রমশ দৃশ্যমান হয়ে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করে ভোটারদের বিভ্রান্ত করছে। এ অপপ্রচার রুখে দিতে হলে বিএনপির জিয়া সাইবার ফোর্স ও অনলাইন অ্যাকটিভিস্টদের সঠিক তথ্য ছবি ও প্রমাণ দিয়ে জনগণকে বোঝাতে হবে এবং দল থেকে যাকে ধানের শীষ দিয়ে মনোনয়ন দেওয়া হয় তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং তাঁর ছবিসংবলিত কুশপুত্তলিকা দাহ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মুন্সিগঞ্জে তরুণকে গুলি করে হত্যা, বিএনপির দুই গ্রুপে উত্তেজনা

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০: ৩৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি গ্রামে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তুহিন দেওয়ান মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির বিবদমান দুই গ্রুপের পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে গ্রামবাসী সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর থেকে মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সিকান্দি গ্রামের বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছে। এতে স্থানীয় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী।

নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রোববার রাতে তুহিন হাঁটার জন্য বাসা থেকে বের হয়। এ সময় মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সর্দার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

রাজশাহীতে মৌসুমের প্রথম কুয়াশা: তাপমাত্রা কমে ২০-এর নিচে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুরা। ছবি: আজকের পত্রিকা
শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশা। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকেই রাজশাহী শহর ও আশপাশের উপজেলার গ্রামগুলোর চারপাশ মোড়ানো ছিল ঘন কুয়াশার চাদরে। এই কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিয়েছে, আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।

শীতের এমন আগমনী ছোঁয়ায় বদলে গেছে প্রকৃতির রূপ। কুয়াশাঢাকা সকাল জানিয়ে দিচ্ছে, শীত আর বেশি দূরে নয়। এদিন ভোরের আলো ফুটলেও মহাসড়কে যানবাহনগুলোকে চলতে দেখা যায় হেডলাইট জ্বালিয়ে। কুয়াশা ভেদ করে গন্তব্যের পথে ছুটে যায় মানুষ।

এদিকে গ্রামের মাঠে শিশিরভেজা ঘাসে খেলায় মত্ত শিশুরা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ওঠে। মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের মিটিমিটি আলো মিলেমিশে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্য।

মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের মিটিমিটি আলো। ছবি: আজকের পত্রিকা
মাকড়সার জালে ঝুলে থাকা শিশিরবিন্দু আর ধূসর আকাশে সূর্যের মিটিমিটি আলো। ছবি: আজকের পত্রিকা

শহরের রেলগেট এলাকায় কাজের সন্ধানে আসা শ্রমিক আবদুল জব্বার বলেন, ‘আজকের সকালেই এবার প্রথমবার শীত টের পেলাম। এখন থেকে হয়তো শীত বাড়বে।’

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সোমবার ভোরে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। এখন থেকে তাপমাত্রা কমবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২ বছরেই ফাটল বিদ্যালয়ের ২ কোটি টাকার ভবনে, নিম্নমানের কাজের অভিযোগ

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
চিরিরবন্দরের বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের বারান্দা, মেঝে ও দেয়ালে ফাটল। ছবি: আজকের পত্রিকা
চিরিরবন্দরের বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের বারান্দা, মেঝে ও দেয়ালে ফাটল। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের চিরিরবন্দরের বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনে ক্লাস চালুর দুই বছর পার হতে না হতেই ফাটল দেখা দিয়েছে। প্রায় দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের বারান্দা, সিঁড়ি, মেঝে ও দেয়ালে ফাটল ধরায় শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছেন অভিভাবকেরা।

চিরিরবন্দর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, উপজেলার ভিয়াইল ইউনিয়নের বানিয়াখাড়ী সরকারি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ২০২১-২২ অর্থবছরে দুই কোটি দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে ভবনটির নির্মাণকাজ শেষ হয়।

নিম্নমানের কাজের অভিযোগ এনে স্থানীয় অভিভাবক মোস্তাফিজুর রহমান এবং বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, ‘নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় দুই বছরের মধ্যেই বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। নির্মাণকাজের সময় আমরা মৌখিকভাবে ইঞ্জিনিয়ারকে অভিযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাদের কথায় কোনো গুরুত্ব দেননি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া খাতুন বলেন, ‘নতুন ভবনে ক্লাস চালুর দুই বছর ঘুরতে না ঘুরতেই নিচতলার সিঁড়ির বারান্দায় বড় ফাটল ধরেছে। এ ছাড়া শ্রেণিকক্ষের মেঝে ও পিলারের সঙ্গে দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানোর পর তিনি এসে ছবি তুলে নিয়ে গেছেন।’

চিরিরবন্দরের বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের বারান্দা, মেঝে ও দেয়ালে ফাটল। ছবি: আজকের পত্রিকা
চিরিরবন্দরের বানিয়াখাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিল্ডিংয়ের বারান্দা, মেঝে ও দেয়ালে ফাটল। ছবি: আজকের পত্রিকা

উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনারা খাতুন বলেন, ‘নতুন বিল্ডিংয়ের দুই বছর এখনো হয়নি, তাতেই মেঝেসহ অনেক জায়গায় ফাটল ধরেছে। আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা দ্রুত মেরামত করার জন্য আশ্বাস দিয়েছে।’

এ বিষয়ে ঠিকাদার আবেদ আলী মাস্টার বলেন, ‘বিল্ডিং হস্তান্তর করার প্রায় দুই বছর হয়েছে। মেঝেতে শুধু পলেস্তারায় “চিড়” ধরেছে, তেমন কোনো সমস্যা নেই। আমি আমার ম্যানেজারকে পাঠিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা করব।’

এলজিইডির চিরিরবন্দর উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান একই সুরে বলেন, ‘বিল্ডিংয়ের মেঝে ও সিঁড়ির কিছু অংশে কেবল পলেস্তারার ওপরে ফাটল বা চিড় ধরেছে। আমি ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মেরামতের জন্য বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত