Ajker Patrika

নিয়ামতপুরে ভ্যানের চাকায় সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শাহিদা বেগম (৪২) নামের এক প্রতিবন্ধী নারী মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকায় এ ঘটনা ঘটে।

শাহিদা বেগম মান্দা উপজেলার ঘাটখৈর এলাকার মৃত জসিম উদ্দীনের মেয়ে। স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। তাঁদের এক ছেলেসন্তান রয়েছে। সেও প্রতিবন্ধী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা বাসিন্দারা জানান, শাহিদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। আজ সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে ভ্যানে করে নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদ-মালঞ্চী এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি শ্বাসরোধে অচেতন হয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শাহিদার মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত