রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রানীনগরে দুবাইফেরত আজাদুল ইসলাম (৪৩) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা বগুড়ার নন্দীগ্রামের স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে অপহৃতকে উদ্ধার ও দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে।
আজ বুধবার রানীনগর থানা-পুলিশ আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। এর আগে সোমবার রাতে উপজেলার ওপর তালিমপুর গ্রামে অপহরণের ঘটনাটি ঘটে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজাদুলকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করার ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশের সহায়তা তাঁকে উদ্ধারসহ দুজনকে হাতেনাতে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানা-পুলিশ আমাদের কাছে আটক ব্যক্তিদের হস্তান্তর করেছে।’
ওসি বলেন, এ ঘটনায় আজাদুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় করিম ও রিপনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
গ্রেপ্তার দুজন হলেন আব্দুল করিম (৩২)। তিনি গুলিয়া কৃষ্ণপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রিপন (২৮)। অপর দিকে অপহৃত যুবক ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
ভুক্তভোগী আজাদুল ইসলাম বলেন, ‘আমি সোমবার রাত ১০টায় গ্রামে ইসলামি জলসায় ছিলাম। এ সময় অপরিচিত একটি নম্বর থেকে মোবাইল ফোনে কল করে সরকারি প্রাথমিক স্কুল মাঠে আসতে বলে অপহরণকারীরা। সেখানে যাওয়ার পর তাদের সঙ্গে চা পান শেষে বাড়ি ফেরার সময় আমাকে জোর করে মোটরসাইকেলে তোলে। পরে মুখে টেপ লাগিয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামে অপহরণকারী রিপনের বাড়িতে নিয়ে যায়।
‘সেখানে ঘরের মধ্যে আটকে রেখে গলায় চাকু ধরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় গ্রামের লোকজন টের পেয়ে স্থানীয় থানা-পুলিশের সহায়তায় রাত ১২টা নাগাদ আমাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আব্দুল করিম (৩২) ও রিপন হোসেনকে (২৮) আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যায়।’
আজাদুল আরও বলেন, ‘আমি দীর্ঘ প্রায় ১৬ বছর দুবাই ছিলাম। তিন বছর আগে দেশে ফিরেছি। অপহরণকারীরা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হওয়ায় আগে থেকে মুখ পরিচিত ছিল। তবে তাদের নাম-ঠিকানা বা তাদের সম্পর্কে কিছু জানা ছিল না।’
এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে অপহরণ করে ও মুক্তিপণ দাবির অভিযোগে রানীনগর থানায় এজাহারনামীয় দুজনসহ আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।
নওগাঁর রানীনগরে দুবাইফেরত আজাদুল ইসলাম (৪৩) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার পার্শ্ববর্তী জেলা বগুড়ার নন্দীগ্রামের স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে অপহৃতকে উদ্ধার ও দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে।
আজ বুধবার রানীনগর থানা-পুলিশ আটক ব্যক্তিদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে। এর আগে সোমবার রাতে উপজেলার ওপর তালিমপুর গ্রামে অপহরণের ঘটনাটি ঘটে।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজাদুলকে অপহরণ করে বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করার ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশের সহায়তা তাঁকে উদ্ধারসহ দুজনকে হাতেনাতে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতে নন্দীগ্রাম থানা-পুলিশ আমাদের কাছে আটক ব্যক্তিদের হস্তান্তর করেছে।’
ওসি বলেন, এ ঘটনায় আজাদুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় করিম ও রিপনকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
গ্রেপ্তার দুজন হলেন আব্দুল করিম (৩২)। তিনি গুলিয়া কৃষ্ণপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের মজিবর রহমানের ছেলে রিপন (২৮)। অপর দিকে অপহৃত যুবক ওই গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
ভুক্তভোগী আজাদুল ইসলাম বলেন, ‘আমি সোমবার রাত ১০টায় গ্রামে ইসলামি জলসায় ছিলাম। এ সময় অপরিচিত একটি নম্বর থেকে মোবাইল ফোনে কল করে সরকারি প্রাথমিক স্কুল মাঠে আসতে বলে অপহরণকারীরা। সেখানে যাওয়ার পর তাদের সঙ্গে চা পান শেষে বাড়ি ফেরার সময় আমাকে জোর করে মোটরসাইকেলে তোলে। পরে মুখে টেপ লাগিয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামে অপহরণকারী রিপনের বাড়িতে নিয়ে যায়।
‘সেখানে ঘরের মধ্যে আটকে রেখে গলায় চাকু ধরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তির সময় গ্রামের লোকজন টের পেয়ে স্থানীয় থানা-পুলিশের সহায়তায় রাত ১২টা নাগাদ আমাকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আব্দুল করিম (৩২) ও রিপন হোসেনকে (২৮) আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যায়।’
আজাদুল আরও বলেন, ‘আমি দীর্ঘ প্রায় ১৬ বছর দুবাই ছিলাম। তিন বছর আগে দেশে ফিরেছি। অপহরণকারীরা পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা হওয়ায় আগে থেকে মুখ পরিচিত ছিল। তবে তাদের নাম-ঠিকানা বা তাদের সম্পর্কে কিছু জানা ছিল না।’
এ ঘটনায় মঙ্গলবার রাতে তিনি বাদী হয়ে অপহরণ করে ও মুক্তিপণ দাবির অভিযোগে রানীনগর থানায় এজাহারনামীয় দুজনসহ আরও চারজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন।
খুলনার দাকোপ উপজেলায় জমি দখল করতে অবৈধভাবে ফসলি জমিতে বালু ভরাট করা হয়েছে। তারপর সেই জমিতে বেসরকারি শিপইয়ার্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। আজ শনিবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জমির মালিক ক্ষতিগ্রস্ত ছয়জন এই অভিযোগ করেন।
৪ মিনিট আগেরাজবাড়ীর পাংশায় ইউনিয়ন যুবদল কর্মী রাশিদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পূর্বশত্রুতার জেরে আজ শনিবার সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেসাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
১ ঘণ্টা আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
১ ঘণ্টা আগে