বগুড়া প্রতিনিধি
বগুড়ায় তিন বছরের শিশুকে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৪) মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ওই নারী।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তাছলিমা বেগম নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৯ টার দিকে বাড়িতে ঢুকে দেখি আমার তিন বছর বয়সী শিশু কাজিম আলীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। স্ত্রী তাছলিমার লাশ বারান্দায় পড়ে আছে। লাশের পাশে একটি হাতুড়িও পড়ে ছিল।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিন রুমের টিনশেডের বাড়িতে সিরাজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের বেড রুমে বিছানা এবং সোফা সেট দেখে পুলিশের ধারণা হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে।
এ ছাড়াএ তাছলিমার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে সন্তানকে বেঁধে রেখে তাছলিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো রহস্য বোঝা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
বগুড়ায় তিন বছরের শিশুকে বেঁধে রেখে মা তাছলিমা বেগমকে (২৪) মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় নিজ বাড়িতে হত্যার শিকার হন ওই নারী।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জালাল উদ্দিন এতথ্য নিশ্চিত করেছেন।
তাছলিমা বেগম নিশিন্দারা মধ্যপাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী। সিরাজুল ইসলাম বগুড়া শহরের হকার্স মার্কেটে কাপড়ের ব্যবসা করেন।
সিরাজুল ইসলাম বলেন, ‘রাত ৯ টার দিকে বাড়িতে ঢুকে দেখি আমার তিন বছর বয়সী শিশু কাজিম আলীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। স্ত্রী তাছলিমার লাশ বারান্দায় পড়ে আছে। লাশের পাশে একটি হাতুড়িও পড়ে ছিল।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিন রুমের টিনশেডের বাড়িতে সিরাজুল ইসলাম স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। তাদের বেড রুমে বিছানা এবং সোফা সেট দেখে পুলিশের ধারণা হত্যাকাণ্ডের আগে দুর্বৃত্তদের সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে।
এ ছাড়াএ তাছলিমার মোবাইল ফোনটিও পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা দুর্বৃত্তরা কৌশলে বাড়িতে প্রবেশ করে সন্তানকে বেঁধে রেখে তাছলিমাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। তবে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত না।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো রহস্য বোঝা যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।’
কুষ্টিয়া সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছেন মামুন নামের এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে সেখানে স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রী-সন্তানদের ওপর নৃশংস হামলার পর মামুন নিজেও গলায় ছুরিকাঘাত করে ‘আত্মহত্যার’ চেষ্টা করেন।
৪ মিনিট আগেবরিশাল নগরীতে যুবলীগ নেতার হয়ে জমি দখলচেষ্টার ঘটনায় অভিযুক্ত মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া শোকজে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী শোকজে স্বাক্ষর করেছেন।
১০ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল বিভাগের পূর্বনির্ধারিত পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে। তবে কোনো শিক্ষক চাইলে স্বতন্ত্রভাবে ক্লাস নিতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...
২৪ মিনিট আগেঢাকার মূল সড়কে কোনো রিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশার চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
২৮ মিনিট আগে