নওগাঁ প্রতিনিধি
বহু চেষ্টা করেও যারা টেকসই আবাস গড়ে তুলতে পারে না, তাদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় এসব মানুষকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ! তবে এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে নওগাঁর বদলগাছী উপজেলার ৮০টি পরিবারের। মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার নোহেলা কাস্ট গাড়ি এলাকায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসনের কাছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পে নির্মিত বাড়িগুলো হস্তান্তর করেন ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান জন্য গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। সে লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউস নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায়, সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে নোহেলা কাস্ট গাড়ি এলাকায় ৫ ইউনিট বিশিষ্ট ১৬টি সিআইসিট ব্যারাক হাউস নির্মাণ শেষে হস্তান্তর করে।
এ নবনির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, সেনাবাহিনীর নির্মাণ করা বাড়িগুলো হস্তান্তর করেছেন তারা। সেখানে ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন ভূমিহীনদের কাছে বাড়িগুলো হস্তান্তর করা হবে এবং সেই সঙ্গে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বহু চেষ্টা করেও যারা টেকসই আবাস গড়ে তুলতে পারে না, তাদের সীমাহীন কষ্ট সহ্য করতে হয়। প্রাকৃতিক দুর্যোগের সময় এসব মানুষকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ! তবে এবার সেই দুর্ভোগ থেকে মুক্তি মিলেছে নওগাঁর বদলগাছী উপজেলার ৮০টি পরিবারের। মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার নোহেলা কাস্ট গাড়ি এলাকায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি হস্তান্তর করা হয়েছে উপজেলা প্রশাসনের কাছে।
আজ শনিবার দুপুরে স্থানীয় আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পে নির্মিত বাড়িগুলো হস্তান্তর করেন ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান জন্য গৃহনির্মাণ কাজ চলমান রয়েছে। সে লক্ষ্যে সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার আওতায় ব্যারাক হাউস নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায়, সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে নোহেলা কাস্ট গাড়ি এলাকায় ৫ ইউনিট বিশিষ্ট ১৬টি সিআইসিট ব্যারাক হাউস নির্মাণ শেষে হস্তান্তর করে।
এ নবনির্মিত গৃহ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, সেনাবাহিনীর নির্মাণ করা বাড়িগুলো হস্তান্তর করেছেন তারা। সেখানে ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। এখন ভূমিহীনদের কাছে বাড়িগুলো হস্তান্তর করা হবে এবং সেই সঙ্গে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে