Ajker Patrika

নাটোর-৪ উপনির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নাটোর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫৩
নাটোর-৪ উপনির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) উপনির্বাচনে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং যাচাই-বাছাইয়ে একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় তাঁকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। 

আজ রোববার বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে ৬১, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান। 

সিদ্দিকুর রহমান পাটোয়ারী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। 

উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মঈন উদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘এ আসনে প্রার্থী হিসেবে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি। ফলে যাচাই-বাছাইয়ে যায় ডা. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র। আজ রোববার চূড়ান্ত যাচাইয়ে সবকিছু বৈধ থাকায় বিধি মোতাবেক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে নির্বাচিত করা হলো।’ 

সিদ্দিকুর রহমান পাটোয়ারী এক প্রতিক্রিয়ায় আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজনৈতিক জীবনের শুরু থেকেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এখন আরও ব্যাপক পরিসরে জনগণের কল্যাণে কাজ করব।’ 

এর আগে গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মারা যান। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১১ অক্টোবর এ আসনের ভোট গ্রহণের কথা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত