বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।
এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিল থেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে যায় চোর চক্রের সদস্যরা। আর লক্ষ্মীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে।
পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা গেছে, শিল্প মিটারগুলো কোনো বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়ে নিয়মিত মিটার চুরি করে সেখানে বিকাশ নম্বর রেখে যাচ্ছে। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার।
জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষ্মীকোল সাবজোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি। এ নিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের বড়াইগ্রামে এক রাতে ১১টি মিটার ও একটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জোনাইল বাজার থেকে ১১টি মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে গেছে চোরেরা। অপর দিকে নগর ইউনিয়নের লক্ষ্মীচামারী গ্রাম থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এনিয়ে গত তিন মাসে শতাধিক শিল্প মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটল।
এদিকে মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া বিল থেকে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির সময় সাগর হোসেন (২৭) নামের এক চোরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তিনি গুরুমশৈল গ্রামের আকবর আলীর ছেলে। এ সময় তাঁর কাছ থেকে চুরির কাজে ব্যবহার্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, জোনাইল বাজারে আব্দুস সালাম, আব্দুর রহিম, রবিউল করিম, নাজমুল হোসেন, বিনয় পাল, মিনাল ঘোষ, জয়নাল আবেদীন, আফাজ উদ্দিন, শাহাদৎ হোসেন, বিরাজ উদ্দিন ও ইয়াসমিন আক্তারের শিল্প মিটার চুরি করে বিকাশ নম্বর রেখে যায় চোর চক্রের সদস্যরা। আর লক্ষ্মীচামারী গ্রামের রমজান খন্দকারের ট্রান্সফরমার চুরি করে।
পুলিশ ও শিল্প গ্রাহক সূত্রে জানা গেছে, শিল্প মিটারগুলো কোনো বিশেষ দক্ষতা ছাড়াই খুলে নেওয়া যায়। আর চোরেরা সেই সুযোগটিই কাজে লাগিয়ে নিয়মিত মিটার চুরি করে সেখানে বিকাশ নম্বর রেখে যাচ্ছে। সেই নম্বরে ৩ থেকে ৫ হাজার টাকা বিকাশ করলেই নির্দিষ্ট স্থানে পাওয়া যায় মিটার।
জানতে চাইলে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক (জিএম) প্রকৌশলী বিপ্লব কুমার আজকের পত্রিকাকে বলেন, ‘অফিসের সদর, গুরুদাসপুর জোনাল অফিস ও লক্ষ্মীকোল সাবজোনাল অফিসের আওতার গ্রাহকদের মিটার-ট্রান্সফরমার চুরির ঘটনা বেশি। এ নিয়ে নিয়মিত গ্রাহক সচেতনতা, লোহার খাঁচাসহ নানা পদক্ষেপ এবং নিয়মিত পাহারা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, খবর পেয়ে ট্রান্সফরমার চুরির প্রস্তুতির অভিযোগে সাগর হোসেন নামের একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে